১১ মার্চের স্থগিত দাখিল পরীক্ষা ৩ এপ্রিল
১১ মার্চ স্থগিত হওয়া দাখিল পরীক্ষা আগামী ৩ এপ্রিল অনুষ্ঠিত হবে। শিক্ষা মন্ত্রণালয়ের উপপ্রধান তথ্য কর্মকর্তা সুবোধ চন্দ্র ঢালী এনটিভি অনলাইনকে এ তথ্য জানিয়েছেন।
সারা দেশে গত ৬ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এবারের এসএসসি পরীক্ষা ও সমমানের পরীক্ষায় প্রায় ১৫ লাখ পরীক্ষার্থী অংশ নিচ্ছে। পরীক্ষা ২ ফেব্রুয়ারি শুরু হওয়ার কথা থাকলেও বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের হরতালের কারণে তা পিছিয়ে দেওয়া হয়। এরপর হরতাল আর অবরোধের কারণে দফায় দফায় পরীক্ষা পেছানো হয়।