হরতালে এইচএসসি পরীক্ষা পিছিয়েছে
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2016/05/05/photo-1462463363.jpg)
জামায়াতে ইসলামীর ডাকা হরতালের কারণে আগামী রোববারের (৮ মে) চলমান উচ্চ মাধ্যমিক (এইচএসসি) ও সমমানের পরীক্ষা পিছিয়েছে।
আট বোর্ডের অধীন এসব পরীক্ষা ৮ মের পরিবর্তে পরের দিন ৯ মে একই সময়ে অনুষ্ঠিত হবে।
আজ বৃহস্পতিবার রাতে আন্তবোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক মো. মাহবুবুর রহমান বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছেন।
আর মাদ্রাসা বোর্ডের অধীন আলিম শ্রেণির ৮ মের পরীক্ষাগুলো ২২ মে অনুষ্ঠিত হবে।
৮ মে এইচএসসিতে বাংলা ভাষা ও সাহিত্য দ্বিতীয়পত্র, ইংরেজি ভাষা ও সাহিত্য দ্বিতীয়পত্র, পদার্থ বিজ্ঞান বিভাগ (তত্ত্বীয়) দ্বিতীয়পত্র, ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা দ্বিতীয়পত্র, ব্যবসায় নীতি ও প্রয়োগ দ্বিতীয়পত্র এবং ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা দ্বিতীয়পত্রের পরীক্ষা ছিল।
মাদ্রাসা বোর্ডের আলিমের রসায়ন প্রথমপত্র (তত্ত্বীয়), অর্থনীতি প্রথমপত্র (অতিরিক্তি বিষয়), পৌরনীতি প্রথমপত্র (অতিরিক্ত বিষয়), পৌরনীতি ও সুশাসন প্রথমপত্র (অতিরিক্তি বিষয়), উচ্চতর ইংরেজি প্রথমপত্র (অতিরিক্ত বিষয়), উর্দু প্রথমপত্র (অতিরিক্ত বিষয়) এবং ফার্সি পরীক্ষা ছিল।
অপরদিকে কারিগরি বোর্ডের অধীন এইচএসসি ব্যবসায় ব্যবস্থাপনায় ব্যবসায় গণিত ও পরিসংখ্যান (নতুন সিলেবাস) এবং ব্যবসায় গণিত ও পরিসংখ্যান (পুরাতন সিলেবাস) পরীক্ষা ছিল।
শিক্ষা বোর্ডের উপসচিব সুবোধ চন্দ্র ঢালী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, কারিগরি শিক্ষা বোর্ডের অধীন ৮ মে বিকেল ২টা থেকে অনুষ্ঠিতব্য ‘ব্যবসায় গণিত ও পরিসংখ্যান’ পরীক্ষাটি আগামী ৯ মে সোমবার সকাল ১০টা থেকে অনুষ্ঠিত হবে। অন্যান্য পরীক্ষার সময়সূচি অপরিবর্তিত থাকবে।
মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর আপিলের রায়ের বিরুদ্ধে করা পুনর্বিবেচনা (রিভিউ) আবেদন আজ বৃহস্পতিবার খারিজ করে দেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এতে নিজামীর বিরুদ্ধে দেওয়া মৃত্যুদণ্ডাদেশ বহাল রইল।
প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এস কে) সিনহার নেতৃত্বাধীন চার সদস্যের বেঞ্চ এ রায় দেন। বেঞ্চের অপর তিন সদস্য হলেন বিচারপতি নাজমুন আরা সুলতানা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।
রায় ঘোষণার পরই জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদ ও ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমানের পক্ষে দলটির ফেসবুক পেজে এক বিবৃতিতে আগামী রোববার হরতালের ডাক দেওয়া হয়।