ইবিতে জিয়া পরিষদের জঙ্গিবিরোধী মানববন্ধন
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2016/07/31/photo-1470066970.jpg)
গুলশান ও শোলাকিয়ায় সন্ত্রাসী হামলাসহ দেশব্যাপী সব ধরনের সন্ত্রাস ও জঙ্গি তৎপরতার প্রতিবাদে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) মানববন্ধন করা হয়েছে। বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন জিয়া পরিষদ ও জামায়াতপন্থী শিক্ষক সংগঠন গ্রিন ফোরাম যৌথভাবে এ মানববন্ধনের আয়োজন করে।
আজ রোববার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবনের সামনে মানববন্ধন করা হয়। এতে সভাপতিত্ব করেন জিয়া পরিষদের সভাপতি অধ্যাপক ড. আলীনূর রহমান। অধ্যাপক ড. কামরুল হাসানের পরিচালনায় জঙ্গিবিরোধী মানববন্ধনে উপস্থিত ছিলেন জিয়া পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. আকরাম হোসাইন মজুমদার, গ্রিন ফোরামের সভাপতি অধ্যাপক ড. শহীদ মোহাম্মদ রেজওয়ান, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. ইকবাল হোছাইন, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. অলী উল্ল্যাহ, যুগ্ম সম্পাদক অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান, শিক্ষক সমিতির সাবেক সভাপতি অধ্যাপক ড. তোজাম্মেল হোসেন, শিক্ষক সমিতির সাবেক সভাপতি অধ্যাপক ড. নজিবুল হক, আইন অনুষদের ডিন অধ্যাপক ড. নুরুন নাহার। এ ছাড়া জিয়া পরিষদ ও গ্রিন ফোরামের শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীরা।
জিয়া পরিষদের সভাপতি অধ্যাপক ড. আলীনূর রহমান বলেন, ‘গুলশান ও শোলাকিয়ায় সংঘটিত সন্ত্রাসী হামলায় আমরা শঙ্কিত। গুলশান ও শোলাকিয়াসহ দেশব্যাপী সব ধরনের সন্ত্রাস ও জঙ্গি তৎপরতার বিরুদ্ধে দলমত নির্বিশেষে সবাইকে এগিয়ে আসতে হবে। জঙ্গি তৎপরতার সাথে কারা জড়িত এবং কারা এর মদদদাতা তা সরকারকে উদঘাটন করার আহ্বান জানাই।’
জিয়া পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. আকরাম হোসাইন মজুমদার বলেন, ‘দেশব্যাপী যে জঙ্গি হামলা চলছে এটা পরিকল্পিতভাবে ঘটানো হচ্ছে বলে আমি মনে করি। কারা ঘটাচ্ছে সরকারকে তা খতিয়ে দেখতে হবে। দেশকে জঙ্গিমুক্ত করার জন্য জনগণের পক্ষ থেকে সরকারকে সব ধরনের সহযোগিতা করার আহ্বান জানাই। সরকার সারা দেশে যে জঙ্গিবিরোধী কর্মসূচি চালু করেছে তা অব্যাহত রাখারও আহ্বান জানাই।’