প্রতিভা বিকাশে লেদার টেকনোলজি ইনস্টিটিউটের ৩৭ ছাত্র-ছাত্রীকে বৃত্তি
চলতি বছর লেদার টেকনোলজি ইনস্টিটিউটের পক্ষ থেকে ৩৭ ছাত্র-ছাত্রীকে বার্ষিক বৃত্তি দেয়া হয়েছে। যেখানে একাডেমিক শ্রেষ্ঠত্ব এবং চামড়া শিল্প উন্নয়নে উৎসাহী ছাত্র-ছাত্রীদের সেরা প্রকল্পগুলোকে বিচার করা হয়।
ইনস্টিটিউটের প্রয়াত অধ্যক্ষ ড. করম আলি আহমেদের নামে ২০২২ সালে বৃত্তিটি চালু করা হয় । প্রাক্তন ছাত্র তারিকুল ইসলাম খানের সহযোগিতায় তা শুরু হয়। চলতি বছর প্রাক্তন ছাত্র,শিল্প অংশীদারাও এগিয়ে আসায় বৃত্তির সংখ্যা বাড়ানো গেছে। যোগ করা হয়েছে সেরা প্রকল্পের মাধ্যমে প্রতিভা বিকাশের দিকটি। পুরস্কৃত করা হয়েছে ৯জনকে।
ছাত্র-ছাত্রীদের উৎসাহ যোগাতে অনুষ্ঠানে যোগ দেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল ৷ লেদার টেকনোলজি ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড.মিজানুর রহমান। প্রাক্তন অধ্যক্ষের পরিবারের সদস্য, প্রাক্তত ছাত্র ও বর্তমান ছাত্র-ছাত্রীরা। অনুষ্ঠানটি ছিল, রাজধানীর হাজারীবাগে ইনস্টিটিউট ক্যাম্পাসে।