বাজেট ১৮০ কোটি : সালমান একাই নিচ্ছেন ১২০ কোটি, কত আয় হবে?

এক সময় ঈদ মানেই ছিল বক্স অফিসে সালমান খান ঝড়। তবে বিগত কয়েক বছরে বলিউড ভাইজান ছিলেন অনুপস্থিত। সেই বিরতি ভেঙ্গে এবারের ঈদে (২৮ মার্চ) ‘সিকান্দার’ হয়ে ফিরছেন সালমান।
সিনেমাটি পরিচালনা করেছেন এ আর মুরুগাদোস। সংগীত পরিচালনায় আছেন প্রীতম। এখানে সালমান খানের বিপরীতে অভিনয় করেছেন দক্ষিনী অভিনেত্রী রাশমিকা মান্দানা। এছাড়াও আছেন কাজল আগরওয়াল, শারমান যোশী প্রমুখ।
সিনেমায় সালমানকে ‘সিকান্দার’ সিনেমাতে দ্বৈত চরিত্রে দেখা যাবে। শোনা যাচ্ছে নায়ক ১২০ কোটি পরিশ্রমিক নিয়েছেন। তবে এ বিষয়ে এখনো ধোঁয়াশা আছে। কারণ, বড় তারকারা সাধারণত সিনেমার মুনাফা থেকে এক বড়সড় অংশ নেন। ‘সিকান্দার’ সিনেমার মূল নায়িকা রাশমিকা মান্দানার পারিশ্রমিকের অঙ্ক ৫ কোটি রুপি। আর এক নায়িকা কাজল আগারওয়াল ৩ কোটি নিয়েছেন। গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে অভিনেতা শারমান যোশীকে। তিনি এই সিনেমাতেতে অভিনয়ের জন্য নিয়েছেন ৭৫ লাখ। অপর অভিনেতা প্রতীক বব্বরের পারিশ্রমিকের অঙ্ক হলো ৬০ লাখ। অন্য অভিনেতা সত্যরাজ দর হেঁকেছেন ৫০ লাখ।
এদিকে, মুক্তির আগেই বড়সড় আয় করে নিয়েছে ‘সিকান্দার’। সিনেমার বাজেটের প্রায় ৮০ শতাংশ আয় ইতোমধ্যেই ঘরে তুলে নিয়েছে সালমান খানের সিনেমাটি।
পিঙ্কভিলার প্রতিবেদন অনুসারে, প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালা ‘সিকন্দর’-এর ডিজিটাল রাইটস (ওটিটি রিলিজ়), স্যাটেলাইট রাইটস (টিভি প্রিমিয়ার) এবং গানের রাইটসের জন্য প্রায় ১৬৫ কোটি টাকার একটি চুক্তি করেছেন। সুত্রের খবর অনুসারে, ‘সিকান্দার’ সিনেমা হলে মুক্তির পর নেটফ্লিক্সে মুক্তি পেতে পারে। এর জন্য প্রায় ৮৫ কোটি টাকার চুক্তি হয়েছে। তবে যদি সিনেমাটি বক্স অফিসে ৩৫০ কোটি টাকার বেশি আয় করে, তা হলে ওটিটিতে মুক্তির জন্য এই চুক্তি ১০০ কোটি টাকা পর্যন্ত বৃদ্ধি পেতে পারে বলে জানা গেছে।
আর স্যাটেলাইট রাইটসের জন্য একটি সর্বভারতীয় চ্যানেলের সঙ্গে প্রায় ৫০ কোটি টাকার চুক্তি করেছে। গানের রাইটসের জন্য ‘জি মিউজিক’-এর সঙ্গে ৩০ কোটি টাকার চুক্তি হয়েছে।
প্রায় ১৮০ কোটি টাকা বাজেটে নির্মিত সিকান্দারের প্রচার ও বিজ্ঞাপনের বাজেটই ছিল প্রায় ২০ কোটি টাকা।