তাপমাত্রা ১৭ ডিগ্রির নিচে নামলে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ
দেশে তাপমাত্রা ১৭ ডিগ্রির নিচে নামলেই শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণার নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। আজ মঙ্গলবার (১৬ জানুয়ারি) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) থেকে এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়েছে।
মাউশির সহকারী পরিচালক এসএম জিয়াউল হায়দার হেনরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চলমান শৈত্যপ্রবাহের কারণে শিক্ষার্থীদের শিক্ষার স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। তাপমাত্রা ১৭ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে গেলে আঞ্চলিক পরিচালকগণ শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্ত নেবেন। তাপমাত্রার উন্নতি না হওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত কর্যকর থাকবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।