আধাঘণ্টা বন্ধ থাকার পর মেট্রোরেল চলাচল স্বাভাবিক

মেট্রোরেলের চলাচল প্রায় আধাঘণ্টার জন্য বিঘ্নিত হয়েছে। আজ সোমবার (২৪ মার্চ) বিকেল ৩টা ৩০ মিনিট থেকে প্রায় আধা ঘণ্টা বন্ধ ছিল ট্রেন চলাচল। অফিস শেষে ঘরে ফেরা মানুষের প্রচণ্ড ভিড় লাগে সে সময়।
মতিঝিল, সচিবালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, শাহবাগ ও কারওয়ান বাজার স্টেশনে যাত্রীর ঢল ছিল। এতে দুর্ভোগে পড়েন যাত্রীরা। প্রায় ৩০ মিনিট পর বিকেল চারটা নাগাদ মেট্রোরেল চলাচল স্বাভাবিক হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশনের সিআরএ সুসঞ্জিত জানিয়েছেন, লাইনের কিছু সমস্যার কারণে বন্ধ ছিল মেট্রোর কার্যক্রম। টেকনিশিয়ানরা দ্রুত সমস্যা চিহ্নিত করে সমাধান করেছেন।
প্রায় আধাঘণ্টার মতো মেট্রো কার্যক্রম বন্ধ থাকায় ট্রেনগুলোতেও যাত্রীদের প্রচণ্ড ভিড় দেখা যায়। এছাড়া কিছু সময়ের জন্য কয়েকটি স্টেশনে এন্ট্রি কার্যক্রম বন্ধ রাখা হয়।
এর আগে গত মঙ্গলবার (১৯ মার্চ) বিকেলেও প্রায় আধা ঘণ্টা বন্ধ ছিল ট্রেন চলাচল। কিছু সংখ্যক যাত্রী ট্রেনে উঠতে প্ল্যাটফর্মের দরজা আটকে দাঁড়ান। তাদের কারণে দরজাটি স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হচ্ছিল না। এতে প্রতিবন্ধকতা সৃষ্টি হওয়ায় বন্ধ ছিল মেট্রো কার্যক্রম।