জাবিতে তরী'র শতাধিক শিশুকে কম্বল উপহার
সুবিধাবঞ্চিত ও অসহায় শিশুদের জন্য পরিচালিত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীদের সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন তরী'র শিশু শিক্ষার্থীদের শীতবস্ত্র হিসেবে কম্বল উপহার দেওয়া হয়েছে।
২০ জানুয়ারি, ২০২৪ (শনিবার) ক্যাম্পাসের সমাজবিজ্ঞান ভবনের সামনে তরী চত্বরে এ কম্বল উপহার অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তরী'র প্রধান উপদেষ্টা ও সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. বশির আহমেদ। অন্যান্যদের মধ্যে ছিলেন তরীর উপদেষ্টা সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক ড. তারিকুল ইসলাম, সহযোগী অধ্যাপক ড. ফরিদ হোসাইন, নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের সহযোগী অধ্যাপক ড. আফসানা হক, ল অ্যান্ড জাস্টিস বিভাগের প্রভাষক আ জ ম উমর ফারুক সিদ্দিক, কম্বল স্পন্সর প্রতিষ্ঠানের কর্মকর্তা আবু তারেক, তরীর সাবেক স্বেচ্ছাসেবী সোহেলুর রহমান, মো. ইমরান হোসেন, তরীর সভাপতি মো. জহিরুল ইসলামসহ বর্তমান কমিটির সদস্যরা।
তরীর বাৎসরিক শীতবস্ত্র বিতরণের ধারাবাহিকতায় এ বছর শতাধিক শিশুকে কম্বল উপহার দেওয়া হয়।
অনুষ্ঠানে তরীর প্রধান উপদেষ্টা অধ্যাপক বশির আহমেদ বলেন, এসব শিশুরা শিক্ষার্জনের মাধ্যমে ভবিষ্যতে যেন বড় পেশায় গিয়ে এ ধরণের সামাজিক কার্যক্রম করতে পারে। তিনি তরী'র ধারাবাহিক কার্যক্রমের প্রশংসা করেন।
২০০৮ সালে প্রতিষ্ঠার পর হতে তরী সমাজের গরিব, অসহায় ও সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষাদান ও শিক্ষা উপকরণ প্রদান করে আসছে।