রাবিতে ভর্তি পরীক্ষাকেন্দ্রীক আবাসন বাণিজ্য বন্ধের দাবি
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে আবাসন বাণিজ্য ও মেস মালিকদের দৌরাত্ম্য বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার (৩ মার্চ) দুপুরে বিশ্ববিদ্যালয়ের শহীদ তাজউদ্দিন আহমেদ সিনেট ভবন সংলগ্ন প্যারিস রোডে এ কর্মসূচির আয়োজন করে স্টুডেন্ট রাইটস অ্যাসোসিয়েশন। এসময় ভর্তিচ্ছুদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় ও খাবারের বেশি দাম নেওয়ার প্রতিবাদও জানান তারা।
স্টুডেন্ট রাইটস অ্যাসোসিয়েশনের সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের শিক্ষার্থীর মেহেদী সজীবের সঞ্চালনায় প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। এতে সংগঠনের অন্যান্য সদস্যরাও বক্তব্য রাখেন৷
কর্মসূচিতে সংগঠনটির উপদেষ্টা ও বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক শাহিন জোহরা বলেন, মেস মালিকদের অসহযোগিতার কারণে পরীক্ষা দিতে আসা শিক্ষার্থীরা নানাভাবে হয়রানির শিকার হচ্ছে। তারা এক রাত থাকার জন্য অতিরিক্ত টাকা দাবি করছে, যা মধ্যবিত্ত শিক্ষার্থীদের জন্য কষ্টসাধ্য। এছাড়া বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থীরাও আবাসন বাণিজ্যের সঙ্গে জড়িত হচ্ছে৷ তাদের প্রশাসন অবগত হয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া উচিত।
সংগঠনের কোষাধ্যক্ষ অনিক আহমেদ বলেন, এটা কেমন সংস্কৃতি একটা শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষা দিতে এলে প্রতি রাতে এক হাজার টাকা দাবি করে মেস মালিকরা। মেস মালিকদের সাথে বিশ্ববিদ্যালয়ের অনেক কর্মকর্তা জড়িত হয়ে এসব কর্মকাণ্ড চালাচ্ছে। বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে থেকে চারুকলায় যেতে এক ভর্তিচ্ছুর কাছ থেকে ৩০০ টাকা নিয়েছে রিকশাচালক। যা একেবারেই অমানবিক কর্মকাণ্ড।
এছাড়া স্টুডেন্ট রাইটস অ্যাসোসিয়েশনের সভাপতি মেহেদী সজিব বলেন, ভর্তি পরীক্ষাকে ঘিরে আবাসন ব্যবসায় পুরো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছেয়ে গেছে। গত তিন-চার বছর আগে এসব ছিল না। এতে বাইরের মানুষসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও জড়িত। এটা বিশ্ববিদ্যালয় ও দেশের জন্য লজ্জাজনক বিষয়।
মেহেদী সজিব আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী হিসেবে আমাদের পরিচয় সমুন্নত রাখা জরুরি৷ আর এই আবাসন ব্যবসা বন্ধ করতে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। এর সঙ্গে জড়িত ছাত্র, শিক্ষক বা কর্মচারী যেই হোক তাদের বয়কট করতে হবে। ভর্তি পরীক্ষা উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের আশেপাশে মেস মালিকদের দৌরাত্ম্য অবিলম্বে বন্ধ করতে হবে৷