বাগমারার ঐতিহ্যবাহী তিন গম্বুজ মসজিদ

রাজশাহীর সর্ব বৃহৎ উপজেলা বাগমারার বাসুপাড়া ইউনিয়নের কামনগর গ্রামে রয়েছে বাগমারার একমাত্র তিন গম্বুজ বিশিষ্ট মসজিদ। মসজিদটি সম্পর্কে মানুষের মধ্যে রয়েছে নানা কথা। মসজিদটিকে, কবে, নির্মাণ করেছে এসব জানেন না এলাকার লোকজন।
কামনগর গ্রামের তিন গম্বুজ মসজিদটি রাতারাতি জিনেরা তৈরি করেছে বলে এমন কথা এলাকার মানুষের মধ্যে প্রচলিত আছে। এ জন্য কেউ কেউ মসজিদটিকে ‘জিনের মসজিদ’ বলে থাকেন। তবে গবেষকেরা বলছেন, মসজিদটি মোগল আমলে নির্মাণ করা হয়।
উক্ত এলাকার ধর্মপ্রান মুসলমানদের সংখ্যা দিনদিন অনেক বেড়ে যাওয়ার কারণে বিগত কয়েক বছর সংস্কার কাজ করায় মসজিদটির অনেক দৃশ্যমান পরিবর্তন হয়ে ঐতিহ্যগত রুপের দৃশ্যমান পরিবর্তন হয়েছে।
কামনগর গ্রামের প্রায় একশ বছরের প্রবীণ ব্যক্তি আ. গফুর বলেন, ছোটবেলা তারা দাদার মুখে শুনেছেন মসজিদটি রাতারাতি জিনেরা তৈরি করেছেন।
মসজিদের ভেতরে সরেজমিন গিয়ে দেখা যায়, স্থাপত্যশিল্পের ব্যাপক অপূর্ব নিদর্শন। মসজিদটিতে কোনো প্রকারের লিখিত না থাকায় মসজিদের স্থাপনকাল নিয়ে কোনো ধারণা করা সম্ভব হয়নি।