রাবির ‘এ’ ইউনিটের ফল প্রকাশ
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2024/03/14/raabi.jpg)
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ‘এ’ ইউনিটের ফল প্রকাশিত হয়েছে। এতে পাশের হার ৩৮ দশমিক ৭৬ শতাংশ।
প্রকাশিত ফল অনুযায়ী, ‘এ’ ইউনিটের ৭৪ হাজার ৭৮৫ জন পরীক্ষার্থীর মধ্যে ৬৮ হাজার ৬০৭ জন পরীক্ষায় উপস্থিত ছিল। এর মধ্যে ২৬ হাজার ৫৯১ জন পাশ করে।
ফল প্রকাশ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রাথমিক ফলে ন্যূনতম ৪০ নম্বরপ্রাপ্ত পরীক্ষার্থীদের মধ্যে যারা চারুকলা অনুষদভুক্ত তিনটি বিভাগে (চিত্রকলা, প্রাচ্যকলা ও ছাপচিত্র বিভাগ, মৃৎশিল্প ও ভাস্কর্য বিভাগ এবং গ্রাফিক ডিজাইন, কারুশিল্প ও শিল্পকলার ইতিহাস বিভাগ) এবং কলা অনুষদভুক্ত সংগীত বিভাগ ও নাট্যকলা বিভাগে ভর্তি হতে ইচ্ছুক তাদের ব্যবহারিক পরীক্ষায় অংশ্রগহণ করতে হবে। ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য আগামী ১৭ মার্চ থেকে ২৩ মার্চের মধ্যে অনলাইনে নির্ধারিত ফরমে আবেদন করতে হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সংগীত বিভাগ ও নাট্যকলা বিভাগের ব্যবহারিক পরীক্ষা আগামী ১৮, ১৯ ও ২০ এপ্রিল অনুষ্ঠিত হবে। এই দুই বিভাগের ব্যবহারিক পরীক্ষার বিস্তারিত সময়সূচি ২৭ মার্চ জানানো হবে। চারুকলা অনুষদের ব্যবহারিক (ড্রয়িং) পরীক্ষা ১৭ এপ্রিল দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।
এ ছাড়া ইংরেজি বিভাগে লিখিত পরীক্ষায় পাশ করা পরীক্ষার্থীদের মধ্যে এমসিকিউ পরীক্ষায় প্রাপ্ত সর্বোচ্চ নম্বরের ভিত্তিতে চারটি গ্রুপ থেকে মোট এক হাজার ৫৫ জনের তালিকা প্রকাশ করা হয়েছে। তাদের লিখিত পরীক্ষা আগামী ১৭ এপ্রিল সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।
ভর্তি পরীক্ষার ফল ও বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইট admission.ru.ac.bd থেকে জানা যাবে।