‘ধানমণ্ডি ৩২ গুঁড়িয়ে দেওয়া সব রাজনৈতিক দলের জন্য শিক্ষা’
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2025/02/10/fuad.jpg)
ধানমণ্ডি ৩২ গুঁড়িয়ে দেওয়া সব রাজনৈতিক দলের জন্য শিক্ষা বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।
গতকাল রোববার (৯ ফেব্রুয়ারি) রাত ১০টায় শেরপুর জেলা আইনজীবী সমিতির হলরুমে স্থানীয় গণমাধ্যমকর্মীদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।
আসাদুজ্জামান ফুয়াদ বলেন, ‘শেখ হাসিনার পতন, আওয়ামী লীগের পতন, ৩২ নম্বর বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া সবগুলোই বর্তমান সকল রাজনৈতিক দলের জন্য একটি শিক্ষা। বাংলাদেশে রাজনীতি হতে হবে ২৪-এর গণঅভ্যুত্থানের যে স্পিরিট সেটিকে ধারণ করে। আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব, আত্মমর্যাদা ও জাতীয় স্বার্থকে সামনে রেখে রাজনীতি করতে হবে।’
আসাদুজ্জামান ফুয়াদ আরও বলেন, ‘পুনর্বাসনের রাজনীতি বাংলাদেশে আর ওয়ার্ক করবে না। সময়টা বদলে গেছে।আওয়ামী লীগ বাংলাদেশকে যে অবস্থায় রেখে গেছে, দেশে দুর্ভিক্ষ ও গৃহযুদ্ধ হওয়ার কথা ছিল। দেশকে সেই দুর্ভিক্ষ ও গৃহযুদ্ধের হাত থেকে বাঁচিয়েছে অন্তর্বর্তী সরকার। এটাই অন্তবর্তী সরকারের অবদান। সরকারের এখন বড় চ্যালেঞ্জ হচ্ছে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা।’
ব্যারিস্টার ফুয়াদ বলেন, ‘ড. ইউনূসের নেতৃত্বে দেশের অর্থনীতি ঘুরে দাঁড়াচ্ছে। কারণ আওয়ামী লীগের আমলে প্রতিদিন দেড় থেকে দুই হাজার কোটি টাকা লুট হয়েছে শুধু ব্যাংক থেকে। কিন্তু এই লুটটা এখন বন্ধ আছে। অন্তর্বর্তী সরকারের গত ৬ মাসে ব্যাংক থেকে কোনো টাকা পাচার হয়নি। আমাদের রেমিট্যান্স বাড়ছে। রিজার্ভ ধীরে ধীরে বাড়ছে। রপ্তানি বাড়ছে, বিদেশি বিনিয়োগ আসছে।’
ব্যারিস্টার ফুয়াদ আরও বলেন, ‘দেড় থেকে দুই বছরের মধ্যেই দেশে নির্বাচন হওয়া উচিত। এর বাইরে সময় কমবেশি করতে চাইলে রাজনৈতিক দল, ছাত্র-জনতা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, নাগরিক কমিটির মতামত নিয়ে ঐক্যমতের ভিত্তিতে করতে হবে।’
মতবিনিময় সভায় এবি পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট ছানোয়ার হোসেন, শেরপুর জেলা এবি পার্টির যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা নূর মোহাম্মদ সিদ্দিকী, সদস্য সচিব মুকসিতুর রহমান হীরা, শেরপুর প্রেসক্লাবের একাংশের সভাপতি মো. শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক আদিলমাহমুদ উজ্জলসহ জেলা কর্মরত গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।