নওগাঁয় ৭ ইউপিতে নৌকা, ১টিতে বিদ্রোহী প্রার্থীর বিজয়
নওগাঁর নিয়ামতপুর উপজেলায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে বেসরকারি ফলাফলে সাতটিতে আওয়ামী লীগ ও একটিতে স্বতন্ত্র প্রার্থী (আওয়ামী লীগের বিদ্রোহী) বিজয়ী হয়েছেন। নিয়ামতপুর উপজেলা নির্বাচন কার্যালয় থেকে আজ সোমবার রাত ১০টার দিকে ফল পাওয়া যায়।
নিয়ামতপুর উপজেলায় জয় পাওয়া নৌকার প্রার্থীরা হলেন, হাজিনগর ইউনিয়নে মো. আব্দুর রাজ্জাক, ভাবিচা ইউনিয়নে মো. ওবায়দুল হক, নিয়ামতপুর ইউনিয়নে মো. বজলুর রহমান নঈম, রসুলপুর ইউনিয়নে মো. মোত্তালিব হোসেন বাবর, পাড়ইল ইউনিয়নে সৈয়দ মুজিব গ্যান্দা, শ্রীমন্তপুর ইউনিয়নে মো. রফিকুল ইসলাম, বাহাদুরপুর ইউনিয়নে মো. মামুনুর রশীদ মামুন এবং চন্দননগর ইউনিয়নে জয়ী হয়েছেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মো. বদিউজ্জামান বদি।
নিয়ামতপুর উপজেলা নির্বাচন অফিসার জিয়াউল হক এসব তথ্য নিশ্চিত করে জানান, আজ সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উপজেলার আটটি ইউনিয়নে শান্তিপূর্ণ ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে এবং ভোট গণনা শেষে বেসরকারিভাবে রাত ১০টায় ফলাফল জানিয়ে দেওয়া হয়েছে।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, উপজেলায় আটটি ইউনিয়নে মোট কেন্দ্রের সংখ্যা ৯০টি ও বুথের সংখ্যা ৫৮৬টি। ইউনিয়নে প্রতিটি কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ হয়। মোট ভোটার এক লাখ ৯৭ হাজার ৮৪৭। এর মধ্যে পুরুষ ভোটার ৯৭ হাজার ৬০৩ এবং মহিলা ভোটার এক লাখ ২৪৪। যেখানে চেয়ারম্যান পদে ৩৯ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১০৩ জন ও সাধারণ সদস্য পদে ৩৩২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।