নকলায় সাংবাদিকের ওপর পৌর মেয়রের হামলা, প্রতিবাদে অবরোধ
শেরপুরের নকলা উপজেলার পাইস্কা ইউনিয়নের নির্বাচনী খবর সংগ্রহকালে নকলা পৌরসভার মেয়র, আওয়ামী লীগ নেতা হাফিজুর রহমান লিটন ও তার সহযোগীদের হামলার অভিযোগ পাওয়া গেছে। এ হামলায় নিউজটোয়েন্টিফোর টেলিভিশন ও আজকের পত্রিকার শেরপুর প্রতিনিধি জুবাইদুল ইসলাম আহত হয়েছেন। আজ রোববার দুপুরে পাইস্কার প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।
হামলার শিকার গণমাধ্যমকর্মী জুবাইদুল ইসলাম জানান, তিনি পাইস্কার কেন্দ্রটিতে ভোটের চিত্র সংগ্রহ করে ফিরছিলেন। এ সময় নকলা পৌরসভার মেয়র হাফিজুর রহমান তার পথ আটকায়। মেয়র তাকে এবং অন্য গণমাধ্যমকর্মীদের স্থান ত্যাগ করার জন্য হুমকি দিতে থাকেন। এর পরেই মেয়র তার ওপর হামলা চালান। মেয়রের কিলঘুষি ও লাথিতে জুবাইদুল আহত হন এবং তার ক্যামেরার ট্রাইপড ভেঙে যায় ও ক্যামেরা ক্ষতিগ্রস্ত হয়।
এর প্রতিবাদে কর্তব্যরত গণমাধ্যমকর্মীরা তাৎক্ষণিক শেরপুর ঢাকা মহাসড়ক অবরোধ করেন। আজ বিকেলে পৌনে ৩টার দিকে এ রিপোর্ট লেখা পর্যন্ত অবরোধ চলছিল।
অবরোধ চলাকালে জেলা নির্বাচন কর্মকর্তা শানিয়াজ্জামান তালুকদারসহ প্রশাসনের লোকজন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।