নারায়ণগঞ্জে চিত্রনায়িকা দিতির মেয়ের ওপর হামলা

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে দিয়াপাড়া এলাকায় নানার বাড়ির সম্পত্তি নিয়ে বিচার শালিশে মামীর লোকজনের হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন চলচ্চিত্র অভিনয়শিল্পী দিতি ও সোহেল চৌধুরীর মেয়ে লামিয়া চৌধুরী। আজ শনিবার (২২ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে সোনারগাঁও পৌরসভার দিয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
লামিয়া চৌধুরী বলেন, ‘আম্মা মারা যাওয়ার পর প্রতি সপ্তাহের শুক্র ও শনিবারে কাজিনদের নিয়ে আমি নারায়ণগঞ্জে যাই। ওখানে আমাদের আত্মীয়স্বজন থাকেন। ওদের সঙ্গে সময় কাটিয়ে আসি। আজও গিয়েছিলাম। আসার পরই সন্ত্রাসীদের হামলার শিকার হই। নারায়ণগঞ্জের সোনারগাঁতে আমাদের পৈতৃক জায়গা দখল করার চেষ্টা চলছে বেশ কিছুদিন ধরেই। সেই টার্গেটে আমি যাওয়ার পর দলবল নিয়ে সন্ত্রাসীরা আসে। ওদের হাতে অস্ত্র ছিল, আমাদের মারার জন্য। আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। আমার পা ভেঙে ফেলেছে। আমার ফোনও কেড়ে নিয়েছিল। আমার ওড়না টেনে ছিঁড়ে ফেলেছে। আমি অনেক ভয় পেয়ে গেছি। এরপর আমি গাড়িতে উঠে গেছি।’
লামিয়া বললেন, ‘আমার মা–বাবা মারা গেছেন। ওরা আমাদের জায়গাজমি দিয়ে গেছে। কিছুই ভোগ করতে পারি না। চারদিক থেকে লোকজন সব দখল করার চেষ্টা চালাচ্ছে। আমার ভাই দেশে নেই। সবকিছু একাই দেখতে হচ্ছে। এ কারণে সবাই এভাবে আমার পেছনে লেগেছে। কত বছর ধরে আমার জীবনে এসব চলছে, বলে বোঝাতে পারব না। আমার জীবন হুমকির মুখে। আমি একা, সন্ত্রাসীরা এসব বুঝে গেছে।’
দিতির ভাই আনোয়ার হোসেন বলেন, শনিবার দুপুরে আমার ছোট ভাইয়ের স্ত্রী শারমিন প্রিতি স্থানীয় উপজেলা বিএনপির কিছু নেতাকর্মীসহ স্থানীয় লোকজন নিয়ে আমাদের বাড়ি সার্ভে করে জোরপূর্বক দখল করে পিলার বসায়।
এসময় আমরা বাধা দিলে বিএনপি নেতাদের সহযোগিতায় আমার ছোট ভাইয়ের স্ত্রী সারমিন প্রিতি ও তার বাহিনীর লোকজন আমার বোন দিতির মেয়ে লামিয়ার ওপর ও আমাদের পরিবারের সদস্যদের ওপর হামলা চালিয়ে আহত করে। লামিয়ার গাড়ি ভাংচুর করে। এসময় স্থানীয় লোকজনের সহযোগিতায় প্রাণ বাঁচাতে লামিয়া গাড়ি নিয়ে চলে যায়।
এদিকে চিত্রনায়িকা দিতির ভাই টিপু সুলতানের স্ত্রী আহত শারমিন প্রিতি বলেন, আজকে পূর্ব নির্ধারিত সময়ে এলাকার স্থানীয় লোকজন বাড়িতে বসে আমার জমি মেপে দেওয়ার সময় চিত্র নায়িকা দিতির মেয়ে লামিয়া ও শেখ সেলিমের ভাই শেখ মারুফসহ তার সহযোগীরা আমার ওপর হামলা করে। এখানে বিএনপি নেতারা শুধু ন্যায় বিচার করার জন্য গিয়েছেন। কোন জমি দখলের জন্য যাননি।
এ বিষয়ে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ হোসেন বলেন, আমি সেখানে কোনো দলীয় পরিচয়ে নয়, স্থানীয় বাসিন্দা হিসেবে গিয়েছিলাম। অন্যান্য বিএনপির নেতাকর্মীরা আমার বাসায় ছিল। নায়িকা দিতির মেয়ে লামিয়া নাকি শেখ হাসিনার পরিবারের শেখ মারুফকে সঙ্গে নিয়ে সোনারগাঁ আসছে। এমন খবর পেয়ে বিএনপির নেতাকর্মীরা ঘটনাস্থলে এসেছে। কোনো জমি দখলের সঙ্গে আমরা কেউ জড়িত নই।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারী জানান, এই ঘটনায় এখনও কেউ লিখিত অভিযোগ করেননি। ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। পরে শুনতে পেলাম বিষয়টি চিত্র নায়িকা দিতির পারিবারিক।