দুই পৌরসভায় ভোট সোমবার
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2023/06/11/evm_0.jpg)
ইভিএমের প্রতীকী ছবি
কক্সবাজার পৌরসভা ও নারায়ণগঞ্জের আড়াইহাজার পৌরসভার আগামীকাল সোমবার (১২ জুন) ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। কক্সবাজার পৌরসভায় মেয়র পদে লড়ছেন পাঁচ প্রার্থী, কাউন্সিলর পদে রয়েছেন ৬৪ জন। আর আড়াইহাজারে মেয়র পদে চারজন এবং কাউন্সিলর পদে ৪৫ জন।
কক্সবাজার পৌর মেয়র পদে লড়ছেন আওয়ামী লীগের মাহাবুবার রহমান চৌধুরী নৌকা প্রতীকে, ইসলামী আন্দোলন বাংলাদেশের জাহেদুর রহমান হাতপাখা প্রতীকে, স্বতন্ত্র থেকে হেলমেট প্রতীকে জগদীশ বড়ুয়া, মোবাইল ফোন প্রতীকে জোসনা হক, নারকেল গাছ প্রতীকে মাসেদুল হক রাশেদ প্রতিদ্বন্দ্বিতা করছেন।
আড়াইহাজার পৌরসভায় মেয়র পদে আওয়ামী লীগের মো. সুন্দর আলী নৌকা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আর স্বতন্ত্র অবস্থান থেকে জগ প্রতীকে হাবিবুর রহমান, মোবাইল ফোন প্রতীকে মোহাম্মদ মামুন অর রশিদ ও নারকেল গাছ প্রতীকে মেহের আলী প্রতিদ্বন্দ্বিতা করছেন।