২৯ ডিসেম্বর বরিশালে, ৩০ ডিসেম্বর গোপালগঞ্জ-মাদারীপুরে প্রধানমন্ত্রীর নির্বাচনি সভা
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2023/12/19/shekh-haasinaa_0.jpg)
প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আগামী ২৯ ডিসেম্বর বরিশাল সফর করবেন। এ ছাড়া গোপালগঞ্জ-মাদারীপুরে ৩০ ডিসেম্বর নির্বাচনি জনসভায় বক্তব্য দেবেন তিনি।
আজ মঙ্গলবার (১৯ ডিসেম্বর) এ তথ্য নিশ্চিত করেছেন আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক সায়েম খান। তিনি বলেন, আগামী ২৯ ডিসেম্বর শুক্রবার বিকেল ৩টায় বরিশাল নগরীর নির্বাচনি জনসভায় যোগ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ জনসভায় তিনি বরিশালবাসীর উদ্দেশে বক্তব্য দেবেন। এ ছাড়া ৩০ ডিসেম্বর (শনিবার) গোপালগঞ্জ-৩ নির্বাচনি এলাকায় (টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া) এবং মাদারীপুর-৩ নির্বাচনি জনসভায় বক্তব্য রাখবেন শেখ হাসিনা।
এই খবরে তৃণমূলের নেতাকর্মীদের মধ্যে প্রাণচাঞ্চল্য লক্ষ্য করা গেছে। তারা মনে করছে, অনুষ্ঠিতব্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দক্ষিণাঞ্চলে নৌকার পক্ষে ভোট বিপ্লব ঘটবে।