বিএনপি সন্ত্রাসী, জামায়াত যুদ্ধাপরাধী দল : প্রধানমন্ত্রী
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2023/12/28/jamalpur_pm_news_pic_1.jpg)
‘বিএনপি সন্ত্রাসী দল, জামায়াত যুদ্ধাপরাধী দল, এরা নির্বাচনে না এলে নির্বাচন অংশগ্রহণমূলক হবে না, এটা আমরা বিশ্বাস করি না’ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) জামালপুরে জিলা স্কুল মাঠে নির্বাচনি জনসভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ মন্তব্য করেন।
আওয়ামী লীগের সভানেত্রী বলেন, ভোটারদের অংশগ্রহণেই নির্বাচন হবে অংশগ্রহণমূলক। ওই সন্ত্রাসী দল নির্বাচনে বিশ্বাস করে না, ওদের দিয়ে দেশের কল্যাণ আসবে না, মানুষ খুন, দুর্নীতি ছাড়া তারা কিছুই দিতে পারবে না। সে কারণেই নির্বাচন উন্মুক্ত করে দিয়েছি। আমরা নৌকা মার্কা দিয়েছি আবার কেউ নির্বাচন করতে চাইলে করবে। তবে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখবেন, যার যার ভোট সে চাইবেন। জনগণ যাকে খুশি তাকে ভোট দিবে, সেটাই মেনে নিবেন।
প্রধানমন্ত্রী আরও বলেন, একমাত্র আওয়ামী লীগ ক্ষমতায় এলে বাংলাদেশের অগ্রযাত্রাকে ধরে রাখতে পারবে। তার জন্য নৌকা মার্কায় ভোট চাইতে আপনারা জনগণের ঘরে ঘরে যাবেন। এবার যেহেতু নির্বাচন নিয়ে জাতীয় আন্তর্জাতিক নানা চক্রান্ত, সে কারণে নির্বাচনটা যেন শান্তিপূর্ণ, উৎসবমূখর ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়।
জিলা স্কুল মাঠে আয়োজিত এ নির্বাচনি সভায় জামালপুর-১ আসনের আওয়ামী লীগদলীয় প্রার্থী নূর মোহাম্মদ, জামালপুর-২ আসনের প্রার্থী ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান, জামালপুর-৩ আসনের প্রার্থী আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, জামালপুর-৪ আসনের প্রার্থী ইঞ্জিনিয়ার মাহবুবুর রহমান হেলাল, জামালপুর-৫ আসনের প্রার্থী সাবেক মুখ্যসচিব আবুল কালাম আজাদ, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ, সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দসহ জেলা, উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।