নৌকা ও স্বতন্ত্রপ্রার্থীর পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2023/12/31/new_project_0.jpg)
শেরপুর সদর আসনে নৌকা প্রতীকের প্রার্থী জেলা আওয়ামী লীগের সভাপতি আতিউর রহমান আতিক ও ট্রাক প্রতীকের স্বতন্ত্রপ্রার্থী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছানুয়ার হোসেন ছানু পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন করেছেন। গতকাল শনিবার দুপুরে দলীয় কার্যালয়ে আতিক এবং আজ রোববার (৩১ ডিসেম্বর) দুপরে ছানু এই পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন করেন।
গতকাল আতিউর রহমান আতিক স্থানীয় গণমাধ্যমকর্মীদের কাছে অভিযোগ করেন, জাতীয় সংসদ নির্বাচনে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছানুয়ার হোসেন ছানু দলীয় মনোনয়ন না পেয়ে বিদ্রোহী প্রার্থী হয়েছেন। তিনি নির্বাচনি প্রচারকে কেন্দ্র করে নানা জায়গায় রাজনৈতিক অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করছেন। বিভিন্ন জায়গায় সন্ত্রাসী ঘটনা ঘটিয়ে চলছেন। লছমনপুরে মোটরসাইকেল বহর নিয়ে নৌকার লোকজনের ওপর সন্ত্রাসী হামলা চালিয়েছেন। প্রধানমন্ত্রীর ভার্চ্যুয়াল কনফারেন্সেও মানুষজন আসতে বাধা দিয়েছেন। এ ছাড়া সরকারি চাকরিজীবী, শিক্ষকদের জোর করে তার নির্বাচনি প্রচারে যুক্ত করছেন।
আতিউর রহমান আতিক জানান, এসব ব্যাপারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানো হয়েছে।
এর জেরে আজ দুপুর ছানুয়ার হোসেন ছানুও নৌকা প্রতীকের প্রার্থী আতিউর রহমান আতিকের বিরুদ্ধে নানা অভিযোগ উত্থাপন করে সংবাদ সম্মেলন করেছেন। জেলা শহরের নিউমার্কেটে নিজ নির্বাচনি কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে ট্রাক প্রতীকের প্রার্থী ছানুয়ার হোসেন ছানু বলেন, নৌকার প্রার্থী আতিউর রহমান আতিক একের পর এক আচরণবিধি লঙ্ঘন করে যাচ্ছেন। তাঁর মেয়ে ডা. শারমিন রহমান অমি একজন সরকারি কর্মকর্তা হয়েও বাবার পক্ষে নির্বাচনি প্রচারসহ যা ইচ্ছে তাই করে যাচ্ছেন।
ছানু আরও অভিযোগ করেন, সদর আসনের চারটি ইউনিয়ন কামারিয়া, রৌহা, ধলা, বেতমারি-ঘুঘুরাকান্দিতে ত্রাসের রাজত্ব কায়েম করেছেন আতিউর রহমান আতিক। এ ব্যাপারে প্রশাসনের কাছে ব্যবস্থা গ্রহণের আবেদন জানিয়েছেন তিনি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান হুমায়ুন কবির রুমান, পৌরসভার মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, উপজেলা পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলাম, জেলা জাতীয় পার্টির সদ্য অব্যাহতিপ্রাপ্ত সভাপতি ইলিয়াস উদ্দিন, জেলা জাসদের সভাপতি মনিরুল ইসলাম লিটন, জেলা যুবলীগ সভাপতি হাবিবুর রহমান হাবিব, জেলা মহিলা আওয়ামী লীগ সভাপতি শামছুন্নাহার কামাল প্রমুখ।
এদিকে জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খায়রুম জানিয়েছেন, তাঁরা অভিযোগ পাওয়া মাত্রই সেসব বিষয় খতিয়ে দেখছেন।