ফরিদপুরে নির্বাচনি জনসভার বক্তব্য দিচ্ছেন প্রধানমন্ত্রী
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2024/01/02/pm.jpg)
ফরিদপুরে নির্বাচনি জনসভার বক্তব্য দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি : ফেসবুক ভেরিফায়েড আওয়ামী লীগের পেজে লাইভ থেকে নেওয়া
প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা ফরিদপুরে নির্বাচনি জনসভায় বক্তব্য দিচ্ছেন। আজ মঙ্গলবার (২ জানুয়ারি) সোয়া ৩টার দিকে মঞ্চে পৌঁছান তিনি। সেখানে প্রধানমন্ত্রী বীর মুক্তিযোদ্ধাদের উদ্দেশে বলেন, ‘আপনারা বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে আপনার দেশের জন্য যুদ্ধ করেছেন। আপনাদের স্যালুট জানাই।’
বিকেল পৌনে ৪টায় বক্তব্য শুরু করেন শেখ হাসিনা। এর আগে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে জনসভা শুরু হয়। এরপর বক্তব্য শুরু করেন স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতারা।