বাংলাদেশের নির্বাচন নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে জাতিসংঘ
বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে জাতিসংঘ। সংস্থাটির মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের সহযোগী মুখপাত্র ফ্লোরেন্সিয়া সোতো বুধবার (৩ জানুয়ারি) নিয়মিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
স্বচ্ছ ও সুসংগঠিত প্রক্রিয়ায় বাংলাদেশে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আশা প্রকাশ করেন ফ্লোরেন্সিয়া। আগামী ৭ জানুয়ারি বাংলাদেশে হতে যাওয়া নির্বাচন নিয়ে এখনই আর কোনো মন্তব্য করবেন না বলেও জানান তিনি।
এর আগে বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের বিষয়ে একাধিকবার বিবৃতি দিয়েছিল জাতিসংঘ।