আচরণবিধি ভঙ্গ করায় দুই চেয়ারম্যান পদপ্রার্থীকে জরিমানা
নড়াইল সদর উপজেলা নির্বাচনে আচরণবিধি ভঙ্গের দায়ে চেয়ারম্যান পদপ্রার্থী তোফায়েল মাহমুদ তুফানকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।আজ মঙ্গলবার (১৪ মে) দুপুরে তুলারাপুর বাজার এলাকায় তুফানের নির্বাচনি প্রচার কেন্দ্রে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট সঞ্জয় ঘোষ এই জরিমানা করেন ।
জানা গেছে, নড়াইল পৌরসভার নতুন ভবনে বাংলাদেশ কিন্ডারগার্টেন স্কুল ঐক্য পরিষদ জেলা শাখার আয়োজনে বৃত্তিপ্রদান অনুষ্ঠানে ভোট ক্যাম্পেইন করা, দেয়ালে পোস্টার সাঁটানো, পাঁচের অধিক সমর্থক সঙ্গে নিয়ে ভোটের ক্যাম্পেইন, মোটরসাইকেল শোভাযাত্রাসহ পাঁচটি নির্বাচনি আচরনবিধি ভঙ্গের দায়ে ঘোড়া প্রতীকের চেয়ারম্যান পদপ্রার্থী তোফায়েল মাহমুদ তুফানকে ১০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সঞ্জয় ঘোষ।
এদিকে গতকাল সোমবার সদর উপজেলা নির্বাচনে আচরণবিধি ভঙ্গের দায়ে চেয়ারম্যান পদপ্রার্থী আজিজুর রহমান ভুঁইয়াকে জরিমানা করা হয়। গতকাল দুপুরে রপগঞ্জ বাজারে নির্বাচনি প্রচারণা চলাকালে এই জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সঞ্জয় ঘোষ।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, দেয়ালে পোস্টার সাঁটানো এবং ওয়ার্ডে একের অধিক নির্বাচনি ক্যাম্প করায় এবং মোটর শোভাযাত্রা করায় চেয়ারম্যান পদপ্রার্থী আজিজুর রহমান ভুঁইয়াকে সাত হাজার টাকা জরিমানা করা হয়।
এ ব্যাপারে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী নির্বাহী ম্যাজিস্ট্রেট সঞ্জয় ঘোষ বলেন,’আচরণবিধি লঙ্ঘনের দায়ে চেয়ারম্যান পদপ্রার্থী আজিজুর রহমান ভুঁইয়াকে সাত হাজার টাকা এবং তুফানকে১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আচরণবিধির ধারার ব্যত্যয় ঘটায় প্রার্থীদের আগে সকর্ত করা হচ্ছে, তা না মানলে এ জরিমানার আওতায় আনা হচ্ছে।’