রোলাঁ গারোয় ইতিহাস গড়লেন ইগা সিওনতেক। পোল্যান্ডের প্রথম টেনিস তারকা হিসেবে গ্র্যান্ড স্ল্যাম জিতলেন ১৯ বছরের তরুণী। ফ্রেঞ্চ ওপেনের ফাইনালে অবাছাই খেলোয়াড় সিওনতেক সরাসরি ৬-৪, ৬-১ সেটে হারান চতুর্থ বাছাই সোফিয়া কেনিনকে। সোফিয়া চলতি বছরেই অস্ট্রেলিয়ান ওপেনের ট্রফি জিতেছিলেন। সিওনতেকের এটি প্রথম গ্যান্ড স্ল্যাম ফাইনাল ছিল। তাই রোলাঁ গারো তো বটেই, নতুন গ্র্যান্ড স্ল্যাম চ্যাম্পিয়ন পেল টেনিসবিশ্ব। ছবি : রয়টার্স