মেয়েদের সিঙ্গলসের কোয়ার্টার ফাইনালে রেকর্ড গড়লেন নাদিয়া পোদোরস্কা। তৃতীয় বাছাই ইউক্রেনের এলিনা সোয়াইতোলিনাকে হারিয়ে রেকর্ড গড়েন বিশ্বের ১৩১ নম্বর খেলোয়াড়। প্যারিসে প্রথমবার খেলতে নেমেই সেমিফাইনাল পৌঁছে গেলেন নাদিয়া। এই প্রথমবার কেউ ফরাসি ওপেনে মেয়েদের সিঙ্গলসে বাছাই পর্ব থেকে এসে সেমিফাইনালে উঠলেন। ছবি : রয়টার্স