গাজীপুরে নিয়োগ দেবে বেক্সিমকো টেক্সটাইল ডিভিশন
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2022/09/08/beximco-logo-small.jpg)
নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেক্সিমকো টেক্সটাইল ডিভিশন। প্রতিষ্ঠানটিতে ‘মার্কেটিং এক্সিকিউটিভ’ পদে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম
মার্কেটিং এক্সিকিউটিভ (ইয়োলো)।
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা
স্বীকৃত যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ বা মার্কেটিংয়ে স্নাতকোত্তর পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। তবে ওয়েব, অনলাইন, ডিজিটাল মার্কেটিং বিষয়ে জানাশোনা থাকতে হবে। এছাড়াও ব্র্যান্ড কমিউনিকেশন, ক্লায়েন্ট সার্ভিস/ মার্কেটিং, মিডিয়া প্লানিং/ মিডিয়া বায়িং, চেইন শপ, ই-কর্মাস, গার্মেন্টস, মার্কেট রিসার্চ ফার্ম, ওয়েব মিডিয়া/ব্লগ সম্পর্কে জানাশোনা থাকতে হবে। প্রার্থীর এক থেকে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে। ২৬ থেকে অনূর্ধ্ব-৩০ বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে।
কর্মস্থল
গাজীপুর।
বেতন
আলোচনা সাপেক্ষে। এছাড়াও উৎসব ভাতা বছরে দুইবার, ট্রান্সপোর্টেশন, মেডিকেল, ইন্টারনেট অ্যান্ড সেল ফোন অ্যালায়েন্স, লাইফ ইনস্যুরেন্স ও লাঞ্চের সুবিধা প্রদান করা হবে।
আবেদন প্রক্রিয়া
প্রার্থীরা বিডিজবস অনলাইনে আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ তারিখ
৬ অক্টোবর, ২০২২।
সূত্র : বিডিজবস