ঢাকায় নিয়োগ দেবে স্কয়ার টেক্সটাইলস ডিভিশন
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2022/12/25/squair.jpg)
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে স্কয়ার টেক্সটাইলস ডিভিশন। প্রতিষ্ঠানটিতে এক্সিকিউটিভ - মার্কেটিং (ডেনিম ফ্যাব্রিক) পদে নিয়োগ দেবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা অনলাইনের মাধ্যমে সহজেই আবেদন করতে পারবেন।
পদের নাম
এক্সিকিউটিভ - মার্কেটিং (ডেনিম ফ্যাব্রিক)।
যোগ্যতা
প্রার্থীকে যেকোনো পাবলিক বা স্বনামধন্য বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং/ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে স্নাতক (বিবিএ) পাস হতে হবে। বয়স সর্বোচ্চ ৩০ বছর। ফেব্রিক মার্কেটিংয়ে কমপক্ষে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
কর্মস্থল
ঢাকা (উত্তরা)।
আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীদের সাম্প্রতিক পাসপোর্ট আকারের রঙিন ছবিসহ একটি সম্পূর্ণ জীবনবৃত্তান্ত (সিভি)সহ ডেপুটি জেনারেল ম্যানেজার, হিউম্যান রিসোর্স অ্যান্ড অ্যাডমিন ডিপার্টমেন্ট, স্কয়ার টেক্সটাইল ডিভিশন, হেড অফিস, মাসকট প্লাজা (১১ তলা), সেক্টর #৭, উত্তরা, ঢাকা-১২৩০ বরাবর আবেদন করুন। । আবেদনকৃত পদের জন্য অবশ্যই খামের উপরে/ ইমেইল বিষয় উল্লেখ করতে হবে। শুধুমাত্র সংক্ষিপ্ত তালিকাভুক্ত প্রার্থীদের পরবর্তী বাছাই প্রক্রিয়ার জন্য ডাকা হবে। স্কয়ার কঠোরভাবে ধূমপায়ীদের আবেদন করতে নিরুৎসাহিত করে।
আবেদনের শেষ তারিখ
১০ জানুয়ারি,২০২৩
সূত্র : বিডিজবস