হতে পারেন ভাসানী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক
টাঙ্গাইলে অবস্থিত মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সহকারী অধ্যাপক ও প্রভাষক পদে স্থায়ী ও অস্থায়ী ভিত্তিতে নিয়োগ করা হবে। এসব পদের বিপরীতে যোগ্যতাসম্পন্ন বাংলাদেশি নাগরিকদের কাছে নির্ধারিত ফরমে আবেদনের আহ্বান জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
সাতটি শূন্য পদের মধ্যে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে অস্থায়ী পদে দুজন প্রভাষক, এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগে স্থায়ী পদে দুজন ও অস্থায়ী পদে দুজন। এ ছাড়া বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বিভাগে অস্থায়ী ভিত্তিতে একজন প্রভাষক/সহকারী অধ্যাপক নিয়োগ করা হবে। ১১ নভেম্বর-২০১৫ পর্যন্ত আবেদন করা যাবে বলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বিজ্ঞাপনে জানানো হয়েছে।
দৈনিক সমকাল পত্রিকায় ১৭ অক্টোবর-২০১৫ তারিখে প্রকাশিত বিজ্ঞাপনটি নিচে পিডিএফ আকারে দেওয়া হলো :