ম্যানেজমেন্ট ট্রেইনি পদে নিয়োগ দেবে ব্র্যাক
নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ব্র্যাক। প্রতিষ্ঠানটি ‘ম্যানেজমেন্ট ট্রেইনি’ পদে নিয়োগ দেবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারেন। পদটিতে যোগ্যতার ভিত্তিতে প্রয়োজনীয় সংখ্যক নিয়োগ দেওয়া হবে।
পদের নাম
ম্যানেজমেন্ট ট্রেইনি।
যোগ্যতা
এই পদে আবেদনের জন্য প্রার্থীকে যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে ন্যূনতম স্নাতকোত্তর পাস হতে হবে। স্নাতকে প্রার্থীর ন্যূনতম ন্যূনতম সিজিপিএ ৩ থাকতে হবে। আবেদনের জন্য সংশ্লিষ্ট ক্ষেত্রে প্রার্থীর এক বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। প্রার্থীর যোগাযোগ দক্ষতা থাকতে হবে।
কর্মস্থল
প্রার্থীদের বাংলাদেশের যেকোনো স্থানে নিয়োগ দেওয়া হবে।
বেতন স্কেল
বেতন আলোচনা সাপেক্ষে।
আবেদনের প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীরা (resume@brac.net) এই ঠিকানায় সিভি ই-মেইলের মাধ্যমে আবেদন করতে পারেন।
আবেদনের শেষ তারিখ
আবেদন করা যাবে আগামী ২ জুন, ২০১৯ পর্যন্ত।
সূত্র : জাগোজবস