নিয়োগ দেবে ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল, থাকছে অন্যান্য সুযোগ-সুবিধা
নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দ্য ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড। প্রতিষ্ঠানটিতে ‘এক্সিকিউটিভ’ পদে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম
এক্সিকিউটিভ – কোয়ালিটি কন্ট্রোল ।
যোগ্যতা
স্বীকৃত যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠান থেকে রসায়ন/ প্রাণ রসায়ন/ জৈব রসায়ন/ ফার্মেসি বিষয়ে এমএসসি পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। প্রার্থীর এক থেকে দুই বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটারে অভিজ্ঞতা ও ইংরেজিতে যোগাযোগ দক্ষতা থাকতে হবে। প্রার্থীকে সৎ ও অধূমপায়ী হতে হবে। ২৫ থেকে অনূর্ধ্ব ৩০ বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে।
কর্মস্থল
গাজীপুর।
বেতন
আলোচনা সাপেক্ষে। এছাড়াও প্রভিডেন্ট ফান্ড, গ্রাচুইটি , মোবাইল বিল, প্রফিট শেয়ার, দুপুরের খাবার, বাৎসরিক বেতন বৃদ্ধি, উৎসব বোনাস ও কোম্পানির নিয়ম অনুযায়ী অন্যান্য সুযোগ সুবিধা পাবেন।
আবেদন প্রক্রিয়া
প্রার্থীদের সদ্যতোলা তিনকপি পাসপোর্ট সাইজের রঙিন ছবিসহ জীবনবৃত্তান্ত ও অন্যান্য কাগজপত্র নিম্নোক্ত ঠিকানায় পাঠাতে হবে।
ঠিকানা : হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্ট, দ্য ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড, তানিন সেন্টার, ৩ আসাদ গেট, মিরপুর রোড, মোহাম্মাদপুর, ঢাকা-১২০৭।
আবেদনের শেষ তারিখ
১০ নভেম্বর, ২০২২।
সূত্র : বিডিজবস