৫০০ জনকে নিয়োগ দেবে দারাজ বাংলাদেশ
নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ই-কমার্সভিত্তিক প্রতিষ্ঠান দারাজ বাংলাদেশ লিমিটেড। প্রতিষ্ঠানটিতে ‘রাইডার/ ডেলিভেরি ম্যান’ পদে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম
রাইডার/ ডেলিভেরি ম্যান।
পদসংখ্যা
৫০০ জন।
কর্মস্থল
ঢাকা (তেজগাঁও, নতুন বাজার)।
বেতন ও অন্যান্য সুবিধা
ফিক্সড স্যালারি (৮,৫০০ টাকা), হাজিরা বোনাস (২,৬০০ টাকা), জয়েনিং এবং রেফারেন্স বোনাস (৫০০), নিজস্ব সাইকেল এর জন্য বোনাস (৫০০), পার্সেল প্রতি কমিশন, উৎসব ভাতা, মোবাইল বিল, ফুয়েল বিল দৈনিক ১০০ টাকা (মোটর সাইকেল এর জন্য প্রযোজ্য), দুর্ঘটনা জনিত চিকিৎসা সুবিধা, জীবন বীমা সুবিধা।
আবেদনের প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীরা বিডিজবস অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ তারিখ
৬ নভেম্বর, ২০২৩।
সূত্র : বিডিজবস