জেনে নাও মিনিয়নদের ভাষা
আকারে তারা ছোট্ট একটু। মাথায় বুদ্ধি বলতে তেমন কিছু নেই, কাজ করতে গিয়ে হাস্যকর সব ভজঘট পাকিয়ে ফেলে। সে যা-ই হোক, মিনিয়নদের কাণ্ডকারখানা কিন্তু সবারই পছন্দের। ছোটদের তো কথাই নেই, এমনকি বড়রাও মিনিয়নদের দারুণ ভক্ত। তবে একটু ঝামেলায় পড়তে হয় তাদের ভাষা বুঝতে গিয়ে। হিজিবিজি কী যে সব শব্দ বলে ওরা, বুঝতে গিয়ে ঝামেলার শেষ নেই! অনেকে ওদের ভাষাকে ‘বানানা ল্যাঙ্গুয়েজ’ (কলা ভাষা!) বলে থাকেন।
ডিসট্রাকটিফাই আর ডেসপিকেবলমি উইকিয়া থেকে মিনিয়নদের ব্যবহৃত বেশ কিছু শব্দের অর্থ পাওয়া গেছে। মিনিয়নদের ভাষার বেশ কিছু শব্দ কোরিয়ান, স্প্যানিশ, ফিলিপিনো, চায়নিজ ভাষা থেকে নেওয়া। এগুলো জেনে রাখলে মিনিয়নদের কথাবার্তা বুঝতে বেশ সুবিধা হবে সবারই।
১. Bello! (বেলো!) অর্থ—Hello! (হ্যালো)
২. Poopaye! (পুপাই!) অর্থ—Goodbye! (বিদায়)
৩. Tank yu! (তাংকিউ!) অর্থ—Thank you! (ধন্যবাদ)
৪. Me want banana! (মি ওয়ান্ত বানানা!) অর্থ—I'm hungry! (আমার খিদে পেয়েছে)
৫. Bananonina! (বানানোনিনা!) অর্থ—Ugly! (বিচ্ছিরি)
৬. Underwear (আন্দাওয়্যার) অর্থ—I swear (সত্যি বলছি)
৭. Bee Do Bee Do Bee Do! (বি দো বি দো বি দো!) অর্থ—Fire! (আগুন)
৮. Tulaliloo ti amo! (তুলাইলো তি আমো!) অর্থ—We love you! (আমরা তোমাকে ভালোবাসি)
৯. Tatata bala tu! (তাতাতা বালা তু!) অর্থ—I hate you! (আমি তোমাকে ঘৃণা করি)
১০. Baboi (বাবোয়) অর্থ—Toy (পুতুল)
১১. Po ka (পো কা) অর্থ—What (কী?)
১২. Bable (বাবল) অর্থ—Apple (আপেল)
১৩. Gelato (জেলাতো) অর্থ—Ice cream (আইসক্রিম)
১৪. Hana (হানা) অর্থ—One (এক)
১৫. Dul (দাল) অর্থ—Two (দুই)
১৬. Sae (স্যেই) অর্থ—Three (তিন)
১৭. Para tu (পারা তু) অর্থ—For you (তোমার জন্য)
১৮. Chasy (চ্যাসি) অর্থ—Chair (চেয়ার)
১৯. Kan pai (ক্যান পাই) অর্থ—Cheers! (উল্লাস!)
২০. Pwede na (পেডে না) অর্থ—Can we start? (শুরু করতে পারি?)
২১. Luk at tu! (লুক আত তু!) অর্থ—Look at you! (নিজের দিকে তাকাও)
২২. Bi do (বি দো) অর্থ—I'm sorry (দুঃখিত)
২৩. La Boda (লা বোডা) অর্থ—Marriage (বিয়ে)
২৪. Stupa! Stupa! (স্তুপা! স্তুপা!) অর্থ—Stop! Stop! (থাম! থাম!)
২৫. Sa la ka! (সা লা কা!) অর্থ—How dare you! (এত সাহস তোমার!)