সবচেয়ে উঁচু ১২ দালান
স্কুলে যাওয়ার পথে কিংবা মা-বাবার সঙ্গে মার্কেটে যেতে কত কত উঁচু দালান চোখে পড়ে। দিন যাচ্ছে আর উঁচু উঁচু দালান বাড়ছে। উপরের দিকে তাকিয়ে দেখলে মাথা ঘুরে যায় মাঝেমধ্যে। রাস্তায় যানজট থাকলে অনেক সময় কয়তলা আছে তা গুনতে অবশ্য মজাই লাগে! তবে আমাদের দেশের বাইরে, পুরো পৃথিবীতে অনেক উঁচু উঁচু দালান আছে। এমনই উঁচু ১২টি দালান সম্বন্ধে জেনে নেওয়া যাক।
১. বুর্জ খলিফা (দুবাই, সংযুক্ত আরব আমিরাত) : এটি ১৬০ তলাবিশিষ্ট দালান। লম্বায় ৮২৮ মিটার বা দুই হাজার ৭১৭ ফুট। ২০১০ সালে এটি নির্মাণ করা হয়।
২. টোকিও স্কাইট্রি (টোকিও, জাপান) : এটি লম্বায় ৬৩৪ মিটার বা দুই হাজার ৮০ ফুট। ২০১১ সালে এটি নির্মিত হয়।
৩. ক্যান্টন টাওয়ার (গুয়াংজু, চীন) : এটি লম্বায় ৬০০ মিটার বা এক হাজার ৯৬৯ ফুট। ২০১০ সালে এটি নির্মিত হয়।
৪. তাইপে ১০১ (তাইপে, তাইওয়ান) : এটি ১০১ তলাবিশিষ্ট দালান। লম্বায় ৫০৯ মিটার বা এক হাজার ৬৭১ ফুট। ২০০৪ সালে এটি নির্মাণ করা হয়।
৫. সাংহাই ওয়ার্ল্ড ফিন্যানশিয়াল সেন্টার (সাংহাই, চীন) : এটি ১০১ তলাবিশিষ্ট দালান। লম্বায় ৪২৯ মিটার বা এক হাজার ৬১৪ ফুট। ২০০৮ সালে এটি নির্মাণ করা হয়।
৬. ইন্টারন্যাশনাল কমার্স সেন্টার (কাউলুন, হংকং) : এটি ১১৮ তলাবিশিষ্ট দালান। লম্বায় ৪৮৩ মিটার বা এক হাজার ৫৮৪ ফুট। ২০০৯ সালে এটি নির্মাণ করা হয়।
৭. পেট্রোনাস টাওয়ার্স (কুয়ালালামপুর, মালয়েশিয়া) : এটি ৮৮ তলাবিশিষ্ট দালান। লম্বায় ৪৫২ মিটার বা এক হাজার ৪৮৩ ফুট। ১৯৯৮ সালে এটি নির্মাণ করা হয়।
৮. নানজিং গ্রিনল্যান্ড ফিন্যানশিয়াল সেন্টার (নানজিং, চীন) : এটি ৮৯ তলাবিশিষ্ট দালান। লম্বায় ৪৫০ মিটার বা এক হাজার ৪৭৬ ফুট। ২০০৯ সালে এটি নির্মাণ করা হয়।
৯. উইলিস টাওয়ার (শিকাগো, যুক্তরাষ্ট্র) : এটি ১০৮ তলাবিশিষ্ট দালান। লম্বায় ৪৪২ মিটার বা এক হাজার ৪৫১ ফুট। ১৯৭৩ সালে এটি নির্মাণ করা হয়।
১০. গুয়াংজু ওয়েস্ট টাওয়ার (গুয়াংজু, চীন) : এটি ১০৩ তলাবিশিষ্ট দালান। লম্বায় ৪৪০ মিটার বা এক হাজার ৪৪৪ ফুট। ২০০৯ সালে এটি নির্মিত হয়।
১১. ট্রাম্প ইন্টারন্যাশনাল হোটেল অ্যান্ড টাওয়ার (শিকাগো, যুক্তরাষ্ট্র) : এটি ৯৬ তলাবিশিষ্ট দালান। লম্বায় ৪২৩ মিটার বা এক হাজার ৩৮৯ ফুট। ২০০৯ সালে এটি নির্মিত হয়।
১২. জিন মাও টাওয়ার (সাংহাই, চীন) : এটি ৮৮ তলাবিশিষ্ট দালান। লম্বায় ৪২১ মিটার বা এক হাজার ৩৮০ ফুট। ১৯৯৮ সালে এটি নির্মিত হয়।
ক্যাপশন : উঁচু দালান নির্মাণের প্রতিযোগিতা থামছেই না! ছবি : সংগৃহীত