ক্রিকেট মানে ঝিঁঝিঁ পোকা!
বিশ্বকাপের মৌসুম এখন। সবকিছু বাদ দিয়ে টেলিভিশন পর্দায় ব্যাট-বলের লড়াই দেখার সময় আর কিছু নিয়ে তো মনোযোগ দেওয়ার উপায় নেই। তাহলে একটা মজার কথা জেনে নাও। ক্রিকেট কিন্তু আসলে একটা পোকার নাম। আমাদের সবার পরিচিত ঝিঁঝিঁ পোকার আসল নাম ক্রিকেট। ক্রিকেট নিয়ে এ রকম আরো মজার কিছু তথ্য জেনে রাখতে পারো, বন্ধুদের বলে একদম অবাক করে দিতে পারবে, বলে রাখা ভালো তথ্যগুলো নেওয়া হয়েছে বিভিন্ন ওয়েবসাইট থেকে।
১. প্রথম রেকর্ডকৃত ক্রিকেট খেলাটি হয়েছিল ১৬৪৬ সালে। রোববারের দিনে গীর্জায় না গিয়ে ক্রিকেট খেলার জন্য ওই খেলায় অংশ নেওয়া সবাইকে পরে জরিমানা গুণতে হয়েছিল।
২. ১৭৬০ সাল পর্যন্তও দিব্যি হাওয়ায় ভাসিয়ে বল করা ছিল বৈধ। কোনো ‘নো’ বলের চিন্তা ছিল না!
৩. সবচয়ে দীর্ঘস্থায়ী ক্রিকেট ম্যাচটি হয়েছিল ১৯৩৯ সালে। ইংল্যান্ড বনাম দক্ষিণ আফ্রিকার এই ‘টেস্ট’ ম্যাচটি চলে ১৪ দিন ধরে। পরে খেলাটি ‘টাই’ হয়েছিল, অর্থাৎ দুদলের একটিও জিততে পারেনি!
৪. মাঠের মধ্যে একটি শুকরছানা দৌঁড়ে ঢুকে পড়েছিল বলে একবার একটি ক্রিকেট ম্যাচ বাতিল ঘোষণা করা হয়েছিল।
৫. পৃথিবীতে সবচেয়ে জনপ্রিয় খেলার তালিকায় ক্রিকেট দ্বিতীয়। পৃথিবীর ১৩০টি দেশে চলে ক্রিকেট খেলা।
৬. প্রথম ক্রিকেটের আইন তৈরি হয় ১৭৪৪ সালে, উদ্যোক্তা ছিল লন্ডনের বিখ্যাত মেরিলিবোন ক্রিকেট ক্লাব।
৭. আমেরিকার মায়ামি শহরে ক্রিকেট কেবল খেলা নয় বরং চারিত্রিক বৈশিষ্ট্য উন্নয়নের জন্যও এই খেলার প্রয়োগ করা হয়!
৮. ১৭৭৫ সালের আগ পর্যন্ত ক্রিকেট খেলায় স্ট্যাম্প ছিল দুটি, তিনটি নয়!
৯. ১৯৭৯ সালে অস্ট্রেলিয়ার ক্রিকেটার ডেনিস লিলি ইংল্যান্ডের সঙ্গে টেস্ট ম্যাচে অ্যালুমিনিয়ামের ব্যাট নিয়ে ব্যাট করতে নেমে গিয়েছিলেন। এই ঘটনার পরই আইন হয়, ক্রিকেট ব্যাট তৈরি হবে কাঠ দিয়ে।
১০. ঢাকার বঙ্গবন্ধু আর শেরেবাংলা স্টেডিয়ামে লর্ডসের চেয়েও বেশি একদিনের ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে!