অন্যান্য দেশের স্বাধীনতা দিবস
আজ ২৬ মার্চ বাংলাদেশের স্বাধীনতা দিবস। ১৯৭১ সালের এই দিন থেকে শুরু হয় এ দেশের মানুষের স্বাধীনতার যাত্রা। পৃথিবীর প্রত্যেক মানুষই স্বাধীনতাকামী। তাই সংগ্রাম করেই নিজেদের স্বাধীনতা, নিজেদের পতাকা অর্জন করে তারা। চলো জেনে নিই, এশিয়ার কিছু দেশসহ বিশ্বের আরো কয়েকটি দেশের স্বাধীনতা দিবস।
মিয়ানমার : ৪ জানুয়ারি। ১৯৪৮ সালে যুক্তরাজ্যের কাছ থেকে স্বাধীনতা লাভ করে মিয়ানমার।
শ্রীলঙ্কা : ৪ ফেব্রুয়ারি। ১৯৪৮ সালে যুক্তরাজ্যের কাছ থেকে স্বাধীনতা লাভ করে শ্রীলঙ্কা।
নেদারল্যান্ডস : ৫ মে। ১৯৪৫ সালে জার্মানদের কাছ থেকে স্বাধীনতা পায় তারা।
কিউবা : ২০ মে। ১৯০২ সালে স্পেনের দখলদারিত্ব থেকে মুক্তি পায় কিউবা।
কানাডা : ১ জুলাই। ১৮৬৭ সালে যুক্তরাজ্যের কাছ থেকে স্বাধীনতা পায় তারা। দিবসটি পালন করা হয় ‘কানাডা দিবস’ নামে।
যুক্তরাষ্ট্র : ৪ জুলাই। যুক্তরাজ্যের কাছ থেকে ১৭৭৬ সালে স্বাধীনতা লাভ করে যুক্তরাষ্ট্র।
পাকিস্তান : ১৪ আগস্ট। ১৯৪৭ সালে যুক্তরাজ্যের কাছ থেকে স্বাধীনতা লাভ করে পাকিস্তান।
ভারত : ১৫ আগস্ট। যুক্তরাজ্যের কাছ থেকে ১৯৪৭ সালে স্বাধীনতা পায় তারা।
ইন্দোনেশিয়া : ১৭ আগস্ট, ১৯৪৫ সালে নেদারল্যান্ডসের উপনিবেশ থেকে মুক্তি পেয়ে স্বাধীন দেশ হিসেবে আত্মপ্রকাশ করে ইন্দোনেশিয়া।
আফগানিস্তান : ১৯ আগস্ট। ১৯১৯ সালে যুক্তরাজ্যের কাছ থেকে স্বাধীনতা পায় তারা।
ব্রাজিল : ৭ সেপ্টেম্বর। ১৮২২ সালে পর্তুগালের কাছ থেকে স্বাধীনতা লাভ করে ব্রাজিল।
ইরাক : ৩ অক্টোবর, যুক্তরাজ্যের কাছ থেকে ১৯৩২ সালে স্বাধীনতা লাভ করে তারা।