প্রতিষ্ঠাবার্ষিকীর কামনা
বস্তুনিষ্ঠতার সঙ্গে এগিয়ে যাবে এনটিভি অনলাইন
প্রযুক্তির উৎকর্ষ ও ইন্টারনেটের দ্রুত প্রসারের কারণে সংবাদপত্রের ভবিষ্যৎ বলা যায় অনলাইন পত্রিকাগুলোকেই। পৃথিবীর প্রায় সব দেশেই অনলাইন পত্রিকার বিকাশ ঘটছে। আমাদের দেশও এ যাত্রায় পিছিয়ে নেই। তবে কিছু ভুঁইফোড় ও অপেশাদার নিউজ পোর্টালের কারণে বাংলাদেশের পাঠক সমাজে অনলাইন পত্রিকার ব্যাপারে একধরনের নেতিবাচক মূল্যায়ন যে রয়েছে, তা অস্বীকার করার জো নেই। এরই মধ্যে পেশাদারিত্বের পরিচয় দিতে পেরেছে যে পোর্টালগুলো, সেগুলো পাঠক গ্রহণ করে নিয়েছেন সাদরে। আর এই অনলাইন পোর্টালগুলোই রয়েছে প্রথম সারিতে।
এনটিভি অনলাইন যাত্রা শুরুর এক বছরের মধ্যেই বিপুল পাঠকপ্রিয়তা অর্জন করতে পেরেছে। আর তার প্রমাণ হলো, অ্যালেক্সা মানদণ্ডে দেশের শীর্ষ চারটি অনলাইনের একটি এখন এনটিভি অনলাইন।
পোর্টালটির ফেসবুক পেজের সঙ্গে যুক্ত রয়েছেন ৩৩ লাখের বেশি পাঠক। এর আগে বাংলাদেশে আর কোনো অনলাইন পোর্টাল এত কম সময়ে এত বেশি পাঠকপ্রিয়তা অর্জন করতে পারেনি। এরই মধ্যে বাংলাদেশের নিউজ পোর্টালগুলোর মধ্যে একমাত্র এনটিভি অনলাইনকেই এক্সিকিউটিভ পার্টনার হিসেবে ঘোষণা করেছে গুগল। এটা নিশ্চয়ই এনটিভি অনলাইনের জন্য একটা বিশাল অর্জন।
জাতীয় সংসদ, নির্বাহী বিভাগ ও বিচার বিভাগের পরই সংবাদপত্রকে একটা রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তম্ভ মনে করা হয়। এটি সমাজের দর্পণ হিসেবে কাজ করে। ভালো বা খারাপ যা-ই ঘটুক, তা একটুও কমবেশি না করে তুলে ধরাই সংবাদপত্রের কাজ। একটা দেশকে ভালো রাখার জন্য, এগিয়ে নেওয়ার জন্য সংবাদপত্রের ভূমিকা তাই অপরিসীম। গোটা বিশ্বের প্রেক্ষাপটে অনলাইন নিউজ পোর্টালগুলোই আগামী দিনে সে ভূমিকা পালন করবে।
সংবাদপত্রের কাছে বাংলাদেশের সাধারণ জনগণের চাওয়া অসীম। আমাদের প্রাণপ্রিয় দেশটির এগিয়ে যাওয়া, অপরিপক্ব গণতন্ত্রের পরিপূর্ণতা প্রাপ্তি, সন্ত্রাস ও দুর্নীতি রোধ, স্বাধীনতার স্বপ্নপূরণ তথা এক নতুন দিনের ভোর আনয়নে এনটিভি অনলাইন সব দল-মত-বিশ্বাসের ঊর্ধ্বে উঠে সর্বোচ্চ পেশাদারিত্বের পরিচয় দেবে এবং বাংলাদেশে গণমাধ্যমের ইন্ডাস্ট্রিতে রূপায়ণে অগ্রপথিকের ভূমিকা পালন করবে— প্রতিষ্ঠাবার্ষিকীর এই দিনে সে কামনাই রইল।
সুন্দর হোক আগামীর পথচলা, শুভ প্রতিষ্ঠাবার্ষিকী এনটিভি অনলাইন।
লেখকবৃন্দ : হাসান আল মাহমুদ, বেলাল হোসাইন রাহাত, সানাউল্লাহ মাহী, আহসান হাবীব, নাজিয়া ফেরদৌস, শৈলেন শাহরিয়ার, শিক্ষার্থী, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়।