ভুলি নাই ২১
একুশের প্রথম স্মরণিকা
ঢাকা কলেজ ছাত্রাবাসের পক্ষ থেকে ১৯৫৩ সালের ২১ ফেব্রুয়ারি প্রকাশিত চার পৃষ্ঠার পুস্তিকা ‘শহীদের স্মরণে একুশের প্রথম স্মরণিকা’ বের হয়। শুরুতেই আছে রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা।
‘উদয়ের পথে শুনি কার বাণী,
ভয় নাই, ওরে ভয় নাই—
নিঃশেষে প্রাণ যে করিবে দান
ক্ষয় নাই তার ক্ষয় নাই।’
এরপরই রাখা হয় বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের একটি কবিতা :
‘বন্দী থাকা হীন অপমান হাঁকবে যে বীর তরুণ
শিরদাঁড়া যার
শক্ত তাজা রক্ত যাহার অরুণ।’
এ পুস্তিকাতেই ছাপা হয় আবদুল গাফ্ফার চৌধুরীর লেখা একুশের গান ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’। এ ছাড়া স্মরণিকায় ছিল ‘আমাদের কথা’ ও ‘ভুলি নাই রক্তরাঙা একুশের কথা’ শিরোনামের দুটি ছোট নিবন্ধ। ‘ঢাকা কলেজ ছাত্রাবাসের পক্ষ থেকে জাতীয় জীবনে একুশে ফেব্রুয়ারিতে মাতৃভাষার মর্যাদা রক্ষার সংগ্রামে যাঁরা প্রাণ দিয়েছেন, সেই বীর শহীদদের স্মরণে’ উৎসর্গ করা হয় এই স্মরণিকা। এটিতে একটি আবেদনও ছিল : ‘নিজে পড়িয়া অপরকে পড়িতে দিন।’
গ্রন্থনা : সেখ ফয়সাল আহমেদ