আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবের নতুন কমিটি
আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবের দুই বছর মেয়াদি নতুন কমিটি গঠিত হয়েছে। গত রোববার নিউইয়র্কের লং আইল্যান্ডের টাপেন বিচ পার্কে আয়োজিত ক্লাবের সাধারণ সভায় নতুন কমিটি গঠিত হয়।
যুক্তরাষ্ট্রে কর্মরত বাংলাভাষী সংবাদপত্র ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের নিয়ে ২০০৮ সালে গঠিত হয় আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাব। সদস্যদের ভোটে গঠিত সাত সদস্যের কমিটিতে সভাপতি হয়েছেন সাপ্তাহিক প্রবাসের সম্পাদক মোহাম্মদ সাঈদ। আর সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন প্রথম আলো নর্থ আমেরিকার চিফ রিপোর্টার মনজুরুল হক। কোষাধ্যক্ষ হয়েছেন খবর ডটকমের মশিউর রহমান। এ ছাড়া কার্যকরী পরিষদের সদস্যরা হলেন বিদায়ী কমিটির সভাপতি দর্পণ কবীর ও সাধারণ সম্পাদক শাহাব উদ্দিন সাগর, সহসাধারণ সম্পাদক তোফাজ্জল লিটন ও সাপ্তাহিক আজকালের আবু বকর সিদ্দিক।
ক্লাবের বিদায়ী সভাপতি দর্পণ কবীরের সভাপতিত্বে ও সম্পাদক শাহাব উদ্দিন সাগরের পরিচালনায় সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সাপ্তাহিক পরিচয় সম্পাদক নাজমুল আহসান, সাপ্তাহিক আজকাল সম্পাদক জাকারিয়া মাসুদ জিকো, ব্যবস্থাপনা সম্পাদক মিলা হোসেন, কণ্ঠশিল্পী বেবী নাজনীন প্রমুখ। সাধারণ সভায় জনপ্রিয় কণ্ঠশিল্পী বেবী নাজনীনকে প্রেসক্লাবের বিশেষ সম্মাননা সদস্যপদ প্রদান করা হয়।
নতুন কমিটির নাম ঘোষণার পর সভাপতি মোহাম্মদ সাঈদ এবং সাধারণ সম্পাদক মনজুরুল হক মনজু শুভেচ্ছা বক্তব্য দেন। তাঁরা প্রেসক্লাবের সদস্যদের মধ্যে ভ্রাতৃত্ব ও সৌহার্দ্য বজায় রাখার অঙ্গীকার করেন। সেইসঙ্গে ক্লাবের কার্যক্রমকে নিষ্ঠার সাথে এগিয়ে নেওয়ার কথা বলেন।
ভোজনপর্বের শেষে ছিল র্যাফেল-ড্র। এতে প্রথম পুরস্কার পান শওকত ওসমান রচি। তাঁকে পুরস্কার তুলে দেন মডেল ও অভিনেত্রী মিলা হোসেন। দ্বিতীয় পুরস্কার লাভ করেন সামসুন্নাহার নিম্মি। তাঁকে পুরস্কার তুলে দেন কণ্ঠশিল্পী বেবী নাজনীন। তৃতীয় পুরস্কার লাভ করেন মল্লিকা খান মুনা। তাঁকে পুরস্কার প্রদান করেন ক্লাব সদস্য সীমা সুস্মিতা।
এ দিন সাধারণ সভায় ক্লাবের কার্যকরী সদস্য চিত্রসাংবাদিক স্বপন হাই প্রয়াণের ঘটনায় শোকপ্রস্তাব গ্রহণ করা হয়। এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালনের মধ্য দিয়ে তাঁর প্রতি শ্রদ্ধা জানান ক্লাবের সদস্যরা।