মালয়েশিয়ায় হয়ে গেল এশিয়া বডিবিল্ডার্স প্রতিযোগিতা-২০২০
মালয়েশিয়ায় অনুষ্ঠিত হয়ে গেল ‘এশিয়া বডিবিল্ডার্স প্রতিযোগিতা -২০২০’। গত শনিবার রাজধানী কুয়ালালামপুরের সেলায়াংয়ে নাইনটি নাইন ওয়ান্ডারল্যান্ড পার্কে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে মালয়েশিয়া, থাইল্যান্ড, সিঙ্গাপুর, ব্রুনাই, ইন্দোনেশিয়া, পাকিস্তান, ইরান, লাওস, কম্বোডিয়াসহ এশিয়া মহাদেশের নয়টি দেশ অংশগ্রহণ করে।
নয়টি দেশ থেকে আগত বডি বিল্ডার্সরা বিভিন্ন ক্যাটাগরিতে যেমন- ওজনভিত্তিক বডি বিল্ডিং, মাসকুলার ফিজিক, বডি ফিটনেস এবং মেনেজ ফিজিক বিষয়ে অংশগ্রহণ করেন।
এতে প্রথম স্থান অধিকার করেন মালয়েশিয়ার নাগরিক জামরুল, দ্বিতীয় হন জেরুল ও তৃতীয় হন ইন্দোনেশিয়ার নাগরিক ওয়ান সামুরায়।
বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন মালয়েশিয়ার ব্যবসায়ী ও বাংলাদেশ প্রেসক্লাব অব মালয়েশিয়ার সভাপতি মো. মনির বিন আমজাদ ও রাজধানী কুয়ালালামপুরের নগরমন্ত্রী খালিদ।
এ সময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ থেকে আগত দ্বীপ সমাজ কল্যাণ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মিসেস দিল ফারজানা ফারুকী।
অনুষ্ঠানটি আয়োজন করেন মালয়েশিয়ান নাগরিক মোহাম্মদ ডি-জুল ফাইজার বিন রাজালী ও আরসুল রিজাল।