মালয়েশিয়ায় কারাবন্দি ১৪৬৬ বাংলাদেশি দেশে ফিরতে চান

মালয়েশিয়ার অভিবাসন বিভাগসহ বিভিন্ন বাহিনীর অভিযানে গ্রেপ্তার হয়ে কারাগারে আটক ১৪৬৬ বাংলাদেশি দেশে ফিরতে চান।
মালয়েশিয়া ইমিগ্রেশনের প্রধান দাতু খাইরুল দাজামি দাউদ গত ৫ নভেম্বর মালয়েশিয়ার কুচিংয়ে এক সংবাদ সম্মেলনে বলেন, মালয়েশিয়ার ১৪টি কারাগারে বাংলাদেশিসহ বিভিন্ন দেশের মোট আট হাজার সাতশ ৭৪ জন আটক রয়েছেন।
আটকদের মধ্যে সবচেয়ে বেশি ইন্দোনেশিয়ার নাগরিক - তিন হাজার একশ ৭২জন। দ্বিতীয় অবস্থানে মায়ানমারের এক হাজার নয়শ ১২ জন। তৃতীয় অবস্থানে বাংলাদেশি এক হাজার চারশ ৬৬ জন। বাকিরা বিভিন্ন দেশের নাগরিক।
এ সময় তিনি আরো বলেন, ব্যাক ফর গুড-এর আওতায় বিভিন্ন দেশের অভিবাসীরা দেশে ফেরার অপেক্ষায় রয়েছেন। এরই মধ্যে বিভিন্ন দেশের ৭৫ হাজার তিনশ ৪৪ জন অভিবাসী ইমিগ্রেশন অফিসে মালয়েশিয়া ত্যাগের জন্য নাম লিপিবদ্ধ করেছেন। যার মধ্যে ৫৬ হাজার দুইশ ৮৪ জন এরই মধ্যে মালয়েশিয়া ত্যাগ করেছেন।
মালয়েশিয়ার কারাগারে আটক প্রবাসীদের আত্মীয়রা এনটিভি অনলাইনকে বলেন, বিভিন্ন জটিলতার কারণে অনেক বাংলাদেশি দেশে ফিরতে দেরি হচ্ছে। অনেকে বিমান টিকেটের জন্য অপেক্ষা করছেন। অনেকের আবার কোনো আত্মীয়-স্বজন না থাকায় মেয়াদ শেষ হলেও জেলেই রয়েছেন।