মালয়েশিয়ায় কিশোরগঞ্জ ফোরামের আনন্দ ভ্রমণ
মালয়েশিয়ায় বসবাসরত বাঙালিদের নিয়ে ‘কিশোরগঞ্জ ফোরাম মালয়েশিয়া’-এর উদ্যোগে গত শনিবার এক আনন্দ ভ্রমণের আয়োজন করা হয়।
ওই দিন সকাল ৯টার দিকে পেট্রোনাস টুইন টাওয়ারের সামনে থেকে যাত্রা শুরু করে। এরপর ইউনিভার্সিটি পুত্রা মালয়েশিয়া হয়ে পোর্ট ডিকসন সমুদ্রসৈকতে গিয়ে যাত্রাবিরতি করে।
পরে দুপুরের খাবারের পর ফুটবল খেলা ও সাঁতার প্রতিযোগিতার আয়োজন করা হয়। ফুটবল খেলায় বিবাহিত গ্রুপ এবং সাঁতার প্রতিযোগিতায় প্রথম হয় অধ্যাপক আরিফ।
সর্বশেষ সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন সংগঠনের সভাপতি শিক্ষাবিদ মাসুদুর রহমান, সংগঠনের সহসভাপতি ও বাংলাদেশ স্টুডেন্টস ইউনিয়ন মালয়েশিয়ার সভাপতি জহিরুল ইসলাম এবং সেক্রেটারি মুহাম্মদ আসাদুল্লাহ।
এ সময় বক্তব্য দেন ইফতেকার আলম ও সাদেক রহমান।
সব শেষে মালয়েশিয়ায় ২৭ বছর অবস্থান করে বিদায় নেওয়ায় ফারুক হোসেনকে পুরস্কার দিয়ে সম্মান জানানো হয়।