মেয়র খোকা ও সেলিম ভূঁইয়ার স্মরণে দোয়া মাহফিল

ছবি : এনটিভি
বিএনপির ভাইস চেয়ারম্যান, অবিভক্ত ঢাকা সিটির সাবেক মেয়র সাদেক হোসেন খোকা ও মালয়েশিয়া বিএনপির সহসভাপতি মরহুম সেলিম ভুঁইয়ার আত্মার মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল করেছে মালয়েশিয়া বিএনপি।
গতকাল শনিবার বাদ জোহর কুয়ালালামপুরের হাংতুয়ায় মসজিদ আলবুখারীতে এই মিলাদ ও দোয়া মাহফিল সম্পন্ন হয়।
মালয়েশিয়া বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার বাদলুর রহমান খানের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন মালয়েশিয়া বিএনপির সহসভাপতি হাজি সৈয়দ জাকিরুল আলম, তালহা মাহমুদ, আব্দুল জলিল লিটন, যুগ্ম সাধারণ সম্পাদক ওয়ালিউল্লাহ জাহিদ, সহসাধারণ সম্পাদক ফজলুল করিম সোহরাব ও আব্দুল্লাহ আল মামুন লিটন, সাংগঠনিক সম্পাদক মির্জা সালাহ উদ্দিন, প্রচার সম্পাদক এস এম বশির আলম, দপ্তর সম্পাদক মো. আমিনুল ইসলাম রতন, প্রবাসী কল্যাণ সম্পাদক মঞ্জু খাঁ, ক্রীড়াবিষয়ক সম্পাদক মো. মিনহাজ, সহ-অর্থ সম্পাদক এম এ কালাম, সদস্য জসিম উদ্দিন, নাসির উদ্দিন নাসির প্রমুখ।
এ ছাড়া আরো উপস্থিত ছিলেন অধ্যাপক ড. মাহতাব লিটন, ওয়াহিদুজ্জামান, আলমগীর হোসেন, রাসেদ বাদল, এ কামাল চৌধুরী, আব্দুল কাইয়ুম, মো. মাসুদুর রহমান, শফিকুর রহমান, মিন্টু আব্দুল বাতেন, মো. আনোয়ার হোসেন সেলিম, জাহাঙ্গীর আলম খান, মো. বোরহান উদ্দিন,০ আহম্মেদ হোসেন সাগর, মো. জাহাঙ্গীর হাওলাদার, আবু কাওছার ভুঁইয়া, ইমন প্রমুখ।
মিলাদ ও দোয়া মাহফিল সম্পন্ন করেন মসজিদ আলবুখারীর ইমাম আলি সাইদ মোহাম্মদ ও কামরুল ইসলাম।
মিলাদ ও দোয়া মাহফিল শেষে ইঞ্জিনিয়ার বাদলুর রহমান খান মরহুম দুই নেতার জীবন নিয়ে আলোচনা করেন। পাশাপাশি মালয়েশিয়া বিএনপির সহসভাপতি মরহুম সেলিম ভুঁইয়ার তিন ছেলে মো. নুর সিয়াম, মো. নুর সামসুল ও মো. নুর সাইফুলকে পরিচয় করিয়ে দেন।
মিলাদ ও দোয়া মাহফিলে শেষে উপস্থিত সবার মধ্যে খাবার বিতরণ করা হয়।