রিয়াদে প্রবাসী মিলনমেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
সৌদি আরবের রিয়াদের ১৮ নম্বর এক্সিটে গত বৃহস্পতিবার মধ্যরাতে এসডিসিসি গ্রুপের উদ্যোগে প্রবাসী মিলনমেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সাংস্কৃতিক অনুষ্ঠানের আগে আলোচনা সভা হয়। এতে সভাপতিত্ব করেন এসডিসিসি গ্রুপের সুপারভাইজার বাংলাদেশি হানিফ মাহমুদ। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি ও এনটিভির সৌদি আরব প্রতিনিধি ফারুক আহমেদ চান। বিশেষ অতিথি ছিলেন তালুকদার কমিউনিটি সেন্টারের মালিক তালুকদার হারুনুর রশিদ ও অতোলটি ট্রাভেলসের চেয়ারম্যান মো. জাহাঈীর আলম।
অনলাইনভিত্তিক বর্ণ টিভির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ফকির আল আমিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশিষ্ট সমাজসেবী মাসুদ মেম্বার, সাংস্কৃতিক ব্যক্তিত্ব আবদুস সালাম কিরন ও ব্যবসায়ী রেজাউল করিম মিরাজ শুভেচ্ছা বক্তব্য দেন।
সাংস্কৃতিক পর্বে জামশেদ, এনটিভির শিল্পী নাশরাসহ প্রবাসী জনপ্রিয় শিল্পীরা সংগীত পরিবেশন করেন।
সভায় প্রধান অতিথি ফারুক আহমেদ চান দেশ কিংবা প্রবাস সব জায়গায় দেশের মালিকানা ফিরে পেতে ভোটের অধিকার নিশ্চিত করতে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ সব জায়গায় সবাইকে কাজ করার আহ্বান জানান।
বিপুল সংখ্যক প্রবাসী তরুণ, তরুণী ও বাংলাদেশি পরিবার অনুষ্ঠানে অংশগ্রহণ করে।