রিয়াদে স্বাধীনতা দিবসে প্রীতি ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত
সৌদি আরবের রিয়াদে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর দিন এক প্রীতি ফুটবল প্রতিযোগিতা ও নৈশভোজের আয়োজন করা হয় ।
রিয়াদের দিরাব রোডে এ ফুটবল প্রতিযোগিতা বিবাহিত একাদশ বনাম অবিবাহিত একাদশের মধ্যে অনুষ্ঠিত হয়। খেলায় বিবাহিত একাদশ ৩-১ গোলে জয় লাভ করে।
প্রতিযোগিতার আগে অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনায় সভাপতিত্ব করেন রিয়াদে প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী মো. আব্বাস মোল্লাহ। প্রধান অতিথি ছিলেন সৌদি আরবে বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি ও এনটিভির সৌদি আরব প্রতিনিধি ফারুক আহমেদ চান, বিশেষ অতিথি ছিলেন বায়রার যুগ্ম মহাসচিব মিজানুর রহমান।
সভায় দেশ ও প্রবাসে সব বাংলাদেশির সার্বিক মঙ্গল কামনা করে প্রবাসী সবাইকে সৌদি আরবের আইন কানুন মেনে চলার জোর তাগিদ দেওয়া হয়। একই সঙ্গে করোনার বিধিনিষেধ মেনে চলার আহ্বান জানানো হয়।