সৌদিতে পাবনা সমিতির ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
‘কুড়িতে বৃহত্তর পাবনা সমিতি’ স্লোগান সামনে রেখে বর্ণাঢ্য আয়োজনে সৌদি আরবের আল-জুবাইলে পালিত হলো সংগঠনটির ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী।
স্থানীয় হোটেল কক্সন ইন্টারন্যাশনালে আয়োজিত ওই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বৃহত্তর পাবনা সমিতির সভাপতি শেখ আবদুল খালেক। সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক রাজিউল ইসলাম বুলবুল ও সিনিয়র যুগ্ম সম্পাদক রাফিউল ইসলাম শাহিন।
প্রধান অতিথি ছিলেন জেদ্দার বৃহত্তর পাবনা সমিতির সভাপতি শাহ আলম। প্রধান বক্তা ছিলেন বৃহত্তর পাবনা সমিতির আল-জুবাইলের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি নাসিমুজ্জামান সোহেল ও আল-জুবাইল বাংলাদেশ কমিউনিটির সভাপতি নাছির উদ্দিন মাহমুদ।
ব্ক্তব্য দেন জালাল উদ্দিন, আবু তালিব ওয়াজেদ, মাহবুবুর রহমান মিন্টু, কামরুল ইসলাম সোহেল প্রমুখ।
পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভসূচনা করা হয়। শত শত প্রবাসীর উপস্থিতিতে প্রবাসের জনপ্রিয় কণ্ঠশিল্পীদের নিয়ে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে নৈশভোজের আয়োজন করা হয়।