সৌদি আরব পূর্বাঞ্চল বিএনপির নতুন কমিটি প্রত্যাখ্যান
সৌদি আরব পূর্বাঞ্চল বিএনপির সদ্য ঘোষিত নতুন কমিটির অনিয়ম, পদ বাণিজ্য, সিংহভাগ পুরোনো ও পরীক্ষিতদের বাদ দিয়ে এবং সিনিয়র-জুনিয়র বজায় না রেখে কমিটি ঘোষণার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে বিতর্কিত এ কমিটি প্রত্যাখ্যান করেছে দাম্মাম বিএনপি। দলের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এসব দাবি জানানো হয়।
সভায় সভাপতিত্ব করেন দাম্মাম বিএনপির সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ ফারুক হোসেন মোল্লা। ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হুমায়ুন কবির সবুজের পরিচালনায় সভায় প্রধান অতিথি ছিলেন দলের প্রধান উপদেষ্টা ও সৌদি আরন বিএনপির সিনিয়র নেতা সাব্বির আহমেদ চৌধুরী। প্রধান বক্তা ছিলেন সৌদি আরব বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সায়মন তালুকদার। বক্তব্য দেন সিনিয়র নেতা জামাল উদ্দিন, এসএম জহিরুল ইসলাম বাবুল, বিসমিল্লাহ মনজুরসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
সভায় দল ধ্বংসের বিরুদ্ধে হুঁশিয়ার উচ্চারণ করে সৌদিতে ১/১১-এর খলনায়কদের বিএনপি নিয়ে ছিনিমিনি খেলার তীব্র নিন্দা জানানো হয়। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর দৃষ্টি আকর্ষণ করে অবিলম্বে বিতর্কিত সৌদি আরব পূর্বাঞ্চল বিএনপির নতুন কমিটি বাতিলের দাবি জানানো হয়।