পবিত্র কাবার জ্যেষ্ঠ তত্ত্বাবধায়ক সালেহ আল শাইবার আর নেই
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2024/06/24/soudi.jpg)
ড. শায়খ সালেহ বিন জাইন আল-আবিদিন আল শাইবার। ছবি : আল-হারামাইন
পবিত্র কাবার জ্যেষ্ঠ তত্ত্বাবধায়ক ড. শায়খ সালেহ বিন জাইন আল-আবিদিন আল শাইবার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গত শুক্রবার ( জুন) বিকেলে তিনি ইন্তেকাল করেন। খবর আরব নিউজের।
এক প্রতিবেদনে আরব নিউজ জানিয়েছে, গত শনিবার ফজরের পর গ্রান্ড মসজিদে সালেহ আল শাইবার জানাজা অনুষ্ঠিত হয়।
সালেহ আল শাইবার ইসলামিক স্টাডিজে ডক্টরেট ডিগ্রি অর্জন করেছিলেন। তিনি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন। ধর্ম ও ইতিহাসের ওপর তার একাধিক গ্রন্থ রয়েছে। মক্কা বিজয়ের পর থেকে তিনি পবিত্র কাবার ৭৭তম চাবিরক্ষক ছিলেন।
![](https://ntvbd.com/sites/default/files/styles/very_big_1/public/images/2024/06/24/soudi_in.jpg)
২০১৪ সালের অক্টোবরে তার চাচা শেখ আব্দুল কাদির আল-শাইবির মৃত্যুর পর ড. সালেহ পবিত্র কাবার চাবিরক্ষক হিসেবে দায়িত্বগ্রহণ করেন।