শেরপুর বিএনপির আহ্বায়ক কমিটি স্থগিত, নেতাকর্মীদের আনন্দ মিছিল
শেরপুর জেলা বিএনপির তিন সদস্যের আংশিক আহ্বায়ক কমিটি স্থগিত করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার (২ জানুয়ারি) রাতে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দলের সিদ্ধান্ত অনুযায়ী শেরপুর জেলা বিএনপির আংশিক আহ্বায়ক কমিটি স্থগিত করা হলো। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জেলা বিএনপির নামে কোনো সাংগঠনিক কার্যক্রম চালানো যাবে না।
এ বিজ্ঞপ্তি প্রকাশ হওয়ার পরপরই শেরপুর জেলা বিএনপির সর্বস্তরের নেতাকর্মী কমিটি স্থগিতের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল বের করে। পরবর্তীতে এক সংক্ষিপ্ত সমাবেশে শেরপুর জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল সবাইকে শান্ত থাকার এবং ধৈর্য ধারণ করার আহ্বান জানান। তিনি সবাইকে নিয়ে জেলা বিএনপি পরিচালনা করার অভিপ্রায় ব্যক্ত করেন।
গত ৪ নভেম্বর হযরত আলীকে আহ্বায়ক, আওয়াল চৌধুরীকে যুগ্ম আহ্বায়ক ও সিরাজুল ইসলামকে সদস্য সচিব করে জেলা বিএনপির আংশিক কমিটি গঠন করা হয়। কমিটি গঠনের পর থেকেই আহ্বায়ক হযরত আলীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ ওঠে। একের পর এক ফাঁস হতে থাকে তার বিভিন্ন টেলিফোন রেকর্ড। এসবের কারণে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন ওঠে সর্বস্তরে। এরই ধারাবাহিকতায় কেন্দ্রীয় বিএনপির পক্ষ থেকে দলটির শেরপুর জেলা কমিটি স্থগিতের ঘোষণা এলো।