মালয়েশিয়ায় মিলেনিয়াম টিভির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মালয়েশিয়ায় পালিত হয়েছে যুক্তরাষ্ট্র থেকে প্রচারিত জনপ্রিয় অনলাইন টেলিভিশন চ্যানেল মিলেনিয়াম টিভির দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী।
আজ শনিবার দুপুরে কুয়ালালামপুরে মিলেনিয়াম টিভির ব্যুরো কার্যালয়ে বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে পালিত হয় প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান। কেক কেটে দ্বিতীয় বর্ষ উদযাপন করা হয়।
কুয়ালালামপুরের ব্যুরো কার্যালয়ে মিলেনিয়াম টিভিকে শুভেচ্ছা জানাতে আসেন যুক্তরাজ্যের বাংলাদেশি কমিউনিটির নেতা জে পি আবদুল লতিফ মাসুক, তাঁর সহধর্মিণী আফিয়া মাসুক, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ মালয়েশিয়া ইউনিট কমান্ডার মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেন মজনু, বাংলাদেশ কমিউনিটির নেতা সিরাজুল ইসলাম মাহমুদ।
এছাড়া শুভেচ্ছা জানান মোহনা টিভির মালয়েশিয়া প্রতিনিধি বশির আহমেদ ফারুক, নিউজ এক্সপ্রেস টোয়েন্টিফোরডটকমের প্রতিনিধি আমিনুল ইসলাম রতন, আরটিভি প্রতিনিধি মোস্তফা ইমরান রাজু, কায়সার হামিদ হান্নান, দ্য রিপোর্ট প্রতিনিধি শামছুজ্জামান নাঈম, ফটো সাংবাদিক শেখ আরিফুজ্জামান, মোশতাক আহমেদ শান্ত, শেখ অ্যান্ড শেখ গ্রুপের পরিচালক মোফাজ্জল হোসেন, ব্যবস্থাপক (মার্কেটিং) সুজন কান্তি ধর প্রমুখ।