তারানা হালিমকে সংবর্ধনা দিল সিঙ্গাপুর আওয়ামী লীগ
ডাক ও টেলি যোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিমকে বিদায়ী সংবর্ধনা জানিয়েছে সিঙ্গাপুর আওয়ামী লীগের নেতা-কর্মীরা।
প্রতিমন্ত্রীর বহর আজ শনিবার সকাল সোয়া ১০টার দিকে মালয়েশিয়ার উদ্দেশে সিঙ্গাপুর ত্যাগ করে।
তারানা হালিম ফেসবুক, গুগল ও মাইক্রোসফট কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক ও সাইবার নিরাপত্তা কার্যক্রম পরিদর্শনের জন্য গত মঙ্গলবার ভোরে সিঙ্গাপুরে পৌঁছান। ওই সময় তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান সিঙ্গাপুর ছাত্রলীগের নেতা-কর্মীরা।
প্রতিমন্ত্রীর পক্ষ থেকে তাঁর একান্ত সচিব (এপিএস) ছাত্রলীগের সাবেক সহসভাপতি জয়দেব নন্দী উপস্থিত সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান।
জয়দেব নন্দী বলেন, ‘সময়ের স্বল্পতা ও ব্যস্থতার কারণে প্রতিমন্ত্রী তারানা হালিম আপনাদের সাথে আলোচনায় বসতে পারেনি, তবে আগামী সফরে আপনাদের সাথে আলোচনার জন্য নির্ধারিত সময় দেওয়া হবে।’
সিঙ্গাপুর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিক আহমেদের নেতৃত্বে প্রতিমন্ত্রীকে বিদায়ী শুভেচ্ছা জানাতে উপস্থিত ছিলেন দেশটির যুবলীগের সভাপতি কে এইচ আলআমিন, সাধারণ সম্পাদক মফিজুর রহমান, সিঙ্গাপুর ছাত্রলীগের সভাপতি বিল্লাল হাওলাদার, সাংগঠনিক সম্পাদক আরিফিন আরিফ, তরুণ লীগের সভাপতি, মাহবুব আবেদিন, সিঙ্গাপুর প্রচার লীগের সভাপতি মো. জসিম প্রমুখ।
বিদায়ী সংর্বধনার সময় প্রতিমন্ত্রীর হাতে আওয়ামী লীগের প্রতীক নৌকা তুলে দেন সিঙ্গাপুর ছাত্রলীগের সভাপতি বিল্লাল হাওলাদার। এ সময় প্রতিমন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সহসভাপতি (সাবেক ভারপ্রাপ্ত সভাপতি) মন্ত্রীর এপিএস জয়দেব নন্দী, মন্ত্রীর পিও অভি, শেরপুর জেলা ছাত্রলীগের সহসভাপতি নাদিম সরকার।