কুয়েতে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত
কুয়েতে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পেয়েছেন এস এম আবুল কালাম। গত ২০ মার্চ রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এক সংবাদ বিজ্ঞপ্তিতে আওয়ামী লীগ নেতা এস এম আবুল কালামকে কুয়েতে নতুন রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়ার খবর জানানো হয়।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রখ্যাত ব্যবসায়ী আবুল কালাম একজন সমাজকর্মী ও সুপরিচিত রাজনৈতিক ব্যক্তিত্বও। চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। এ ছাড়া রাষ্ট্রায়ত্ত অগ্রণী ব্যাংক লিমিটেডের পরিচালক ছাড়াও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ ও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (চউক) সদস্য ছিলেন আবুল কালাম।
বর্তমানে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন আবুল কালাম। ব্যক্তি জীবনে বিবাহিত, ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্নাতক এস এম আবুল কালাম দুই মেয়ে ও এক ছেলের জনক।
এদিকে কুয়েতে বাংলাদেশ দূতাবাসে যোগাযোগ করলে কবে নাগাদ নতুন রাষ্ট্রদূত আসবেন তা জানাতে পারেনি কর্তৃপক্ষ। তবে এই বিষয়ে দাপ্তরিক কাজ দ্রুত সম্পন্ন হচ্ছে বলে জানিয়েছে দূতাবাস।